শহরে স্ক্রাব টাইফাস আতঙ্ক, কলকাতার হাসপাতালে মৃত্যু মুর্শিদাবাদের বাসিন্দার
Web Desk, ABP Ananda | 14 Nov 2019 10:25 AM (IST)
সূত্রের খবর, জ্বরের পাশাপাশি ওই ব্যক্তির মস্তিষ্ক, কিডনি এবং লিভারের সমস্যা দেখা দেয়। গতকাল বিকেলে মারা যান ওই ব্যক্তি।
কলকাতা: ডেঙ্গির পর রাজ্যে এবার স্ক্রাব টাইফাস আতঙ্ক। শহরের হাসপাতালে মৃত্যু হল এই রোগে আক্রান্ত মুর্শিদাবাদের বাসিন্দার। সেইসঙ্গে ফিরে এল আরও এক আতঙ্ক! লাল পোকার ভয়! পরিবার সূত্রে খবর, গত সাত দিন ধরে জ্বরে ভুগছিলেন ৫০ বছরের মহাদেব। মুর্শিদাবাদের একটি বেসরকারি হাসপাতাল থেকে গত ৪ নভেম্বর তাঁকে আনা হয় কলকাতায়। সূত্রের খবর, জ্বরের পাশাপাশি ওই ব্যক্তির মস্তিষ্ক, কিডনি এবং লিভারের সমস্যা দেখা দেয়। গতকাল বিকেলে মারা যান ওই ব্যক্তি। হাসপাতাল জানিয়েছে, স্ক্রাব টাইফাসে আক্রান্ত ছিলেন তিনি। এবছর এই প্রথম কেউ স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। কী এই স্ক্রাব টাইফাস? চিকিৎসকদের মতে, এই রোগ ছড়ায় মাইটের লার্ভার কামড় থেকে। মাইট হল একধরনের চার জোড়া পায়ের মাকড়। মাইটের লার্ভা কামড়ালে গায়ে কালো কালো দাগ হয়ে যায়। জ্বর, মাথা ব্যথা, মাংশপেশিতে ব্যথা, চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। লক্ষণগুলি অনেকাংশে এনসেফেলাইটিসের লক্ষণের মতো। তবে এই রোগের ওষুধ সর্বত্র পাওয়া যায়। দু’বছর আগে পোকাবাহিত রোগ ‘স্ক্রাব টাইফাসের’ বিপদ সম্পর্কে সতর্ক করে নির্দেশিকা দিয়েছিল স্বাস্থ্য ভবন। চিকিৎসকদের মতে, ‘ট্রম্বিকিউলিড মাইটস’ নামে লাল রঙের একটি ছোট্ট পোকার কামড়ে শরীরে ব্যাক্টিরিয়ার অনুপ্রবেশ ঘটে। প্রবল জ্বর আসে স্ক্রাব টাইফাস আক্রান্তের। কিন্তু সময়ে রোগ ধরা পড়লে আতঙ্কের কারণ নেই। বলছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের মতে, এলাকা অপরিচ্ছন্ন থাকলে এই রোগের প্রকোপ দেখা দিতে পারে। ফলে, রোগ এড়াতে গেলে এলাকার পরিবেশ রাখতে হবে।