শ্রীনগর: উপত্যকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ অব্যাহত। জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম হল ২ জঙ্গি। গতকাল গভীর রাত থেকে শুরু হয় গুলির লড়াই। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।
সেনাবাহিনী সূত্রে খবর, কুলগামের চিঙ্গাম এলাকায় বেশ কয়েকদিন ধরেই লুকিয়েছিল কয়েকজন জঙ্গি। গোপন সুত্রে খবর পেয়ে ওই এলাকায় যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশ। পুরো চিঙ্গাম এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। চিরুনি তল্লাশি শুরু হলে জঙ্গিরাই প্রথমে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। পাল্টা গুলি চালান নিরাপত্তারক্ষীরাও। তাতেই খতম হয় দুই জঙ্গি। ওই এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে সন্দেহ করছেন নিরাপত্তারক্ষীরা। যে দুই জঙ্গি নিকেশ হয়েছে, এখনও তাদের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। যার ফলে শনাক্তও করা যায়নি। এই সংঘর্ষে কোনও সেনা জওয়ানের হতাহত হওয়ার খবর নেই।
উল্লেখ্য, গত বেশ কয়েকমাস ধরে কাশ্মীরকে জঙ্গিমুক্ত করার কাজে লাগাতার অভিযান চালাচ্ছে সেনা। এমনকী, লকডাউনের মধ্যেও সেনার গুলিতে বহু জঙ্গি নিকেশ হয়েছে। সীমান্তে চিন এবং পাকিস্তানের আগ্রাসনের মধ্যে উপত্যকায় সেনার এই সাফল্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
কুলগামে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ, খতম ২ জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Oct 2020 04:53 PM (IST)
সেনাবাহিনী সূত্রে খবর, কুলগামের চিঙ্গাম এলাকায় বেশ কয়েকদিন ধরেই লুকিয়েছিল কয়েকজন জঙ্গি।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -