লখনউ: সমাজকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের ওপর নজরদারি চালানোর বিষয়টিকে ‘অবৈধ’ উল্লেখ করে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর অভিযোগ ইজরায়েলি সফটওয়্যারটি মোদি সরকারই নিয়েছে।
সম্প্রতি, ফেসবুক-মালিকানাধীন হোয়াটসঅ্যাপ অভিযোগ করে যে, কয়েকজন ভারতীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মীর ওপর নজরদারি চালিয়েছে কিছু বেনামী সংস্থা বা ব্যক্তি। সেক্ষেত্রে ইজরায়েলি সফটওয়্যার পেগাসাস ব্যবহার করা হয়েছে বলেও দাবি করে জনপ্রিয় সোশ্যাল সাইটটি। এই প্রেক্ষিতে, কেন্দ্রের তরফে জানানো হয়, দেশের নাগরিকদের গোপনীয়তা রক্ষা করতে সরকার বদ্ধপরিকর। একইসঙ্গে, হোয়াটসঅ্যাপের থেকে এই অভিযোগ সম্পর্কিত বিস্তারিত তথ্য তলব করে কেন্দ্র।
এই ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করে সনিয়া বলেন, ইজরায়েল থেকে প্রাপ্ত স্নুপিং সফটওয়্যারের মাধ্যমে সাংবাদিক, সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্বের ওপর নজরদারি চালিয়েছে মোদি সরকার। এধরনের কার্যকলাপ কেবলমাত্র অবৈধ ও অসাংবিধানিক, তাই নয়। অত্যন্ত নিন্দনীয়ও বটে।
সনিয়ার এই বক্তব্যকে খারিজ করেছে বিজেপি। দলের সর্বভারতীয় কার্যকরী জে পি নাড্ডা। জানান, সনিয়ার আগে এটা খোলসা করা উচিত যে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ওপর করা নজরদারি চালিয়েছিল। নাড্ডা বলেন, যখন ইউপিএ সরকারের আমলে যখন প্রণব মন্ত্রী ছিলেন এবং সেনাপ্রধান ছিলেন জেনারেল ভি কে সিংহ, তখন ১০ জনপথ থেকে কে প্রাক্তন রাষ্ট্রপতির ওপর নজরদারির নির্দেশ দিয়েছিলেন।
সাংবাদিক-সমাজকর্মীদের ওপর নজরদারি অত্যন্ত নিন্দনীয়, বললেন সনিয়া, পাল্টা খোঁচা বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Nov 2019 12:16 PM (IST)
সম্প্রতি, ফেসবুক-মালিকানাধীন হোয়াটসঅ্যাপ অভিযোগ করে যে, কয়েকজন ভারতীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মীর ওপর নজরদারি চালিয়েছে কিছু বেনামী সংস্থা বা ব্যক্তি।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -