বেঙ্গালুরু: ঘন্টার পর ঘন্টা সোস্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছেন বলে রাতে ভাল ঘুম হচ্ছে না বায়ুসেনার পাইলটদের। ৫৭-তম ইন্ডিয়ান সোসাইটি অব এয়ারোস্পেস মেডিসিন কনফারেন্সে বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে গেলে বিমান চালাতে বারণ করা হয়, তাই ফ্লাইট সংক্রান্ত ব্রিফিং হয় সকাল সকাল। কিন্তু সকলেই অনেক রাত পর্যন্ত সোস্যাল মিডিয়ায় ব্যস্ত থাকেন বলে মনে হয়। বেশিরভাগ ফ্লাইট ব্রিফিংই হয় সকাল ৬টায়। ফলে পাইলটরা ভাল করে ঘুমোতে পারেন না।


এই সমস্যার প্রেক্ষিতে ধানোয়া ইনস্টিটিউট অব এয়ারোস্পেস মেডিসিনকে এমন কোনও সিস্টেম তৈরি করতে বলেন যাতে বিমান ওড়ানোর আগে বোঝা সম্ভব হয়, পাইলট ভাল করে ঘুমিয়ে নিয়েছেন কিনা। তিনি বলেন, আগে কোনও পাইলট অতিরিক্ত মদ্যপান করে ফেললে বারম্যান জানতেন। তিনি খেয়াল করে না থাকলে অন্যরা জানতেন। ফলে সেদিন সংশ্লিষ্ট পাইলটকে বসিয়ে দেওয়া হত, তিনি বিমান চালাতে পারতেন না। সুতরাং একটা ব্যবস্থা থাকা চাই যাতে বোঝা যায়, পাইলটের পর্যাপ্ত ঘুম হয়েছে কিনা।

এক পাইলটের দীর্ঘ সময় ধরে ভাল ঘুম না হওয়ায় ২০১৩-য় একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল বলেও উল্লেখ করেন বায়ুসেনা প্রধান। বলেন, এই সমস্যার একটা সমাধান বের করতে অনুরোধ করছি ডাক্তারদের।
সোস্যাল মিডিয়া বর্তমানে যোগাযোগের অতি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠার ফলে মানুষে মানুষে ব্যক্তিগত সম্পর্ক, সংযোগ স্থাপনের দক্ষতাও হারিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।