উল্লেখ্য রাহুল গতকাল মোদীকে আক্রমণ করে বলেন, মাল্যর মহান পলায়নে মদত দিয়েছিল সিবিআই, তাঁকে ‘আটকানোর’ নোটিশকে চুপিসারে ‘ইনফর্ম’ করতে হবে বলে বদল করিয়ে। সিবিআই সরাসরি প্রধানমন্ত্রীকে রিপোর্ট করে, সুতরাং তাঁর অনুমোদন না নিয়ে এমন হাইপ্রোফাইল বিতর্কিত মামলায় তারা লুকআউট নোটিশে পরিবর্তন করবে, এটা মেনে নেওয়া কঠিন। মাল্য লন্ডনে কয়েকদিন আগে দাবি করেন, ২০১৬-য় দেশ ছাড়ার প্রাক্কালে তিন সেই সময়কার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে ব্যাঙ্কলোন মিটিয়ে নেওয়ার ব্যাপারে আপস প্রস্তাব দেন। জেটলি মাল্যের দাবি খন্ডন করলেও এ নিয়ে পারস্পরিক অভিযোগ, পাল্টা অভিযোগ চালিয়ে যাচ্ছে কংগ্রেস, বিজেপি। মাল্যকে পালানোর সুযোগ করে দিয়েছেন মোদীর প্রিয়পাত্র সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর এ কে শর্মা, ট্যুইট রাহুলের
Web Desk, ABP Ananda | 15 Sep 2018 02:43 PM (IST)
নয়াদিল্লি: বিজয় মাল্যকে কারা বিপুল ব্যাঙ্কঋণ বাকি রেখে দেশ ছেড়ে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তা নিয়ে কংগ্রেস, বিজেপির চাপানউতোরের মধ্যেই ফের নরেন্দ্র মোদীকে নিশানা করে ট্যুইটে আক্রমণ রাহুল গাঁধীর। কংগ্রেস সভাপতি টেনে এনেছেন নীরব মোদী, মেহুল চোকসির দেশত্যাগ প্রসঙ্গও। রাহুল লিখেছেন, মাল্যর বিরুদ্ধে জারি হওয়া লুক আউট নোটিসটি দুর্বল করে দিয়ে তাঁকে পালানোর রাস্তা করে দিয়েছেন সিবিাআইয়ের যুগ্ম ডিরেক্টর এ কে শর্মা। ইনি গুজরাত ক্যাডারের অফিসার, সিবিআইয়ে প্রধানমন্ত্রীর প্রিয়পাত্র, নয়নের মণি। নীরব মোদী, মেহুল চোকসির চম্পট দেওয়ার প্ল্যান করে দেওয়ার দায়িত্বেও ছিলেন এই একই অফিসার। তদন্ত হোক।