চণ্ডীগড়: জম্মু ও কাশ্মীরে মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর পঞ্জাবি সদস্যদের ‘অন্যায়’ ও ‘জুলুম’-এর প্রতিবাদে কাজে যোগ না দেওয়ার আহ্বান জানানোয় পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ হুসেন চৌধুরীর তীব্র সমালোচনা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। তাঁর ট্যুইট, ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা বন্ধ করুন। ফাওয়াদ চৌধুরীকে জানিয়ে দিতে চাই, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর মতো নয়। ভারতীয় সেনাবাহিনী শৃঙ্খলাপরায়ণ ও জাতীয়তাবাদী বাহিনী। আপনাদের প্ররোচনামূলক বক্তব্যে কাজ হবে না। আমাদের সেনা জওয়ানরা আপনাদের বিভেদকামী মন্তব্যে কান দেবেন না।’



জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করার পর থেকেই ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। বাস ও ট্রেন যোগাযোগও বন্ধ হয়ে গিয়েছে। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করার পথে পাকিস্তান। ভারতও পাল্টা জবাব দিয়েছে। এবার সেনাবাহিনীর প্রাক্তন সদস্য অমরিন্দরও পাকিস্তানকে আক্রমণ করলেন।