বর্তমান পত্রিকার সম্পাদক শুভা দত্তের জীবনাবসান
ABP Ananda, Web Desk | 21 Oct 2019 11:50 AM (IST)
অসুস্থতার জেরে কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
কলকাতা: মারা গেলেন বর্তমান পত্রিকার সম্পাদক শুভা দত্ত। আজ বেলা ১০.৪২ মিনিটে অ্যাপোলো হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। অসুস্থতার জেরে কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বর্তমানের প্রতিষ্ঠাতা-সম্পাদক বরুণ সেনগুপ্ত প্রয়াত হওয়ার পর শুভা দত্ত ২০০৮ সালে কাগজের হাল ধরেছিলেন। সম্পর্কে তিনি ছিলেন বরুণ সেনগুপ্তের বোন।