নয়াদিল্লি: বাবা-মার জন্ম তারিখ, জন্মস্থানের তথ্য না থাকলে দিতে হবে না। এনপিআর-বিতর্কের মুখে আশ্বাস কেন্দ্রের। প্রশ্নমালায় অনেক কিছুই অপশনাল আছে, জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। অপর এক কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, 'আমি নিজেই বাবা-মার জন্মতারিখ জানি না। তাঁদের জন্মতারিখ সংক্রান্ত নথি জমা দেওয়ার কথা ভুলে যান।' তিনি আরও জানিয়েছেন, সরকার বারবার বলেছে, নথি জমা দেওয়া বাধ্যতামূলক নয়।

মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, জাতীয় জনগণনা পঞ্জীতে তথ্য জানানো স্বেচ্ছামূলক। তিনি আরও জানান, কোনও রাজ্যেরই এনপিআর নিয়ে আপত্তি করা উচিত নয়। কারণ, এটা সাংবিধানিক দায়বদ্ধতা।

এর আগে এনপিআর ফর্মে বাবা-মার জন্মস্থান উল্লেখ করা বাধ্যতামূলক নয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা। বিভিন্ন রাজ্য সরকারও এনপিআর নিয়ে আপত্তির কথা জানিয়েছে। তবে কেন্দ্রীয় সরকার এনপিআর নিয়ে আশ্বস্ত করেছে।

এ বছরের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এনপিআর সংক্রান্ত কাজ চলার কথা। কিন্তু পশ্চিমবঙ্গ, কেরল, পঞ্জাব সহ বিভিন্ন রাজ্য জানিয়ে দিয়েছে, এনপিআর সংক্রান্ত কাজ বন্ধ রাখা হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলিও সরব। তাদের দাবি, জাতীয় নাগরিকপঞ্জীর প্রথম ধাপ হল এনপিআর।