ইস্তানবুল: তুরস্কে তাদের দেশে তৈরি উড়ন্ত গাড়ির প্রথমবার পরীক্ষা করা হল। এই গাড়ির নাম রাখা হয়েছে সেজেরি। গাড়িতে লাগানো রয়েছে বড় ব্লেজ। তুরস্কের ইঞ্জিনিয়াররা এই গাড়ির ডিজাইন করেছেন। গত সপ্তাহেই ইস্তানবুলে এই গাড়ির সফল পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। এই ফ্লাইং কার প্রোটোটাইপ এবং আপাতত এর লঞ্চের কোনও পরিকল্পনা নেই।
সেজেরি-র প্রোটোটাইপ প্রস্তুতকারী কোম্পানি বায়কার পরবর্তী পরীক্ষার জন্য অন্য প্রোটোটাইপ তৈরির পরিকল্পনা করছে। কোম্পানির মুখ্য টেকনোলজি অফিসার সেলুক বেয়াকতার জানিয়েছেন, কোম্পানি আগামী দিনে আরও অত্যাধুনিক প্রোটোটাইপ তৈরি করতে চলেছে। এই গাড়ি হবে মানব চালিত।
এই উড়ন্ত গাড়ি সেজেরি ১০ মিটার লম্বা এবং ওজন ২৩০ কিলোগ্রাম। কোম্পানি জানিয়েছে, এই গাড়ি লঞ্চ করতে করতে ১০ থেকে ১৫ বছর সময় লাগবে। আপাতত আগামী তিন থেকে চার বছরের মধ্যে এই গাড়ি কোয়াড বাইক হিসেবে গ্রামীন এলাকায় বিনোদনের কাজে ব্যবহার করা যেতে পারে।
গত বছরই সেজেরি-কে ইস্তানবুলে তুর্কি আতাতুর্ক বিমানবন্দরে টেকনোফেস্ট অ্যাভিয়েশনে স্পেশ অ্যান্ড টেকনোলজি ফেস্টিভ্যালে পেশ করা হয়েছিল।
Flying Cars Launch: তুরস্কয় উড়ন্ত গাড়ির সফল পরীক্ষা, জেনে নিন, লঞ্চ হতে কত দেরি হবে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Sep 2020 03:41 PM (IST)
তুরস্কে তাদের দেশে তৈরি উড়ন্ত গাড়ির প্রথমবার পরীক্ষা করা হল। এই গাড়ির নাম রাখা হয়েছে সেজেরি। গাড়িতে লাগানো রয়েছে বড় ব্লেজ। তুরস্কের ইঞ্জিনিয়াররা এই গাড়ির ডিজাইন করেছেন। গত সপ্তাহেই ইস্তানবুলে এই গাড়ির সফল পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। এই ফ্লাইং কার প্রোটোটাইপ এবং আপাতত এর লঞ্চের কোনও পরিকল্পনা নেই।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -