কলকাতা: দেশে ‘সুপার-এমার্জেন্সি’ জমানা চলছে বলে রবিবার টুইটারে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে এদিন সকলকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করে তিনি সংবিধানিক অধিকার ও স্বাধীনতার যে সুরক্ষা দেওয়া রয়েছে, তা রক্ষা করতে সকলকে আহ্বান জানান। টুইটে মমতা লেখেন, আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আসুন আমরা সকলে আমাদের দেশের সাংবিধানিক পরিকাঠামোকে অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার নিই। এই ‘সুপার এমার্জেন্সি’-র জমানায় মানুষের সাংবিধানিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য যা যা করতে হবে আমরা তা অবশ্যই করব।





গতকালই তিনি হিন্দি দিবস উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন। পাশাপাশি, এ-ও মনে করিয়ে দেন, কারও উচিত নয় নিজের মাতৃভাষা ভোলার। টুইটে তিনি বলেন, হিন্দি দিবসে সকলকে শুভেচ্ছা। সব ভাষা ও সংস্কৃতিকে সম্মান করা উচিত আমাদের। আমরা অনেক ভাষা শিখতেই পারি। তবে, কখনই মাতৃভাষা ভোলা উচিত নয়।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম বিরোধী বলে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির বিরুদ্ধে তিনি বিভিন্ন সময়ে সরব হয়েছেন। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর সেখানে পেশিশক্তির মাধ্যমে কণ্ঠরোধ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।