মুম্বই: অ্যারে কলোনিতে মেট্রো রেল সম্প্রসারণের জন্য গাছ কাটা আপাতত বন্ধ করল সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্র সরকারের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, এখন আর কোনও গাছ কাটা হবে না। অর্থাৎ অ্যারে কলোনির বৃক্ষ ছেদনের ওপর স্থগিতাদেশ জারি থাকবে।


যে পরিবেশ কর্মীরা এই গাছ কাটার প্রতিবাদে গ্রেফতার হয়েছেন তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই মামলায় কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রককে যুক্ত করার কথাও বলা হয়েছে।

মেট্রো রেলের একটি কার শেড বানানোর জন্য অ্যারে কলোনির গাছ কাটা হচ্ছিল। এ ব্যাপারে পরিবেশবিদরা প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। বিচারপতি অরুণ মিশ্র ও অশোক ভূষণের বিশেষ বেঞ্চ জানিয়েছে, তারা গোটা ঘটনা বিচার করবে, ২১ তারিখ মামলার আগামী শুনানি হবে আদালতের ফরেস্ট বেঞ্চে।

এর মধ্যে গতকাল থানে জেল থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে ২৯ জন পরিবেশ কর্মীকে, জনজীবন ব্যহত করা ও সরকারি কর্মীদের কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে এঁদের গ্রেফতার করা হয়। অ্যারে কলোনির গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ চলতে থাকায় সুপ্রিম কোর্ট এ বিষয়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে লেখা জনৈক আইনের ছাত্রর একটি চিঠি জনস্বার্থ মামলা হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নেয়। শীর্ষ আদালতের ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয় যে এ ব্যাপারে দ্রুত শুনানি হবে।

অ্যারে কলোনি কাণ্ডে সরকারি কর্মীদের বাধা দেওয়া ও জনজীবন ব্যহত করার দায়ে অন্তত ৮৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এঁদের মধ্যে ২৯ জনকে শনিবার ৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে স্থানীয় আদালত। রবিবার এঁরা প্রত্যেকে ৭,০০০ টাকার বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন।