নয়াদিল্লি: দেশে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে মহরমের তাজিয়ার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট৷ দেশের সর্বোচ্চ আদালতের রায়, এই অতিমারি পরিস্থিতিতে মহরমের তাজিয়া বার করার অনুমতি দেওয়া যাবে না৷ কারণ, তাজিয়ায় প্রচুর মানুষের সমাগম হয় আর করোনা সংক্রমণ ছড়ালে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের দিকে আঙুল তোলা হবে।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই পরিস্থিতিতে মহরমের তাজিয়া বের করলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে৷ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর করোনা ছড়ানোর দায় চাপিয়ে তাদের নিশানা করা হবে৷ দেশের প্রধান বিচারপতি এসএ বোবদের বেঞ্চ শিয়া নেতা সৈয়দ কালবে জাওয়াদকে বলে, 'আপনি চাইছেন, এই সম্প্রদায়ের জন্য গোটা দেশকে অস্পষ্ট দিশা দেখাতে৷' এরপরেই আবেদনকারীর আইনজীবী আদালতকে পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রার উদাহরণ দেন৷
প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, সেটি সম্পূর্ণ একটি পৃথক বিষয়৷ দেশের প্রধান বিচারপতি বলেন, 'পুরীর বিষয়টি একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ৷ একটি রথ এ থেকে বি পয়েন্টে যাচ্ছে৷ মহরমও যদি কোনও নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকত, আমরা ঝুঁকি বুঝলেও হয়তো অনুমতি দিতাম৷ আমরা জেনারেল অর্ডার দিতে পারি না। তাতে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। করোনা সংক্রমণের জন্য একটি নির্দিষ্ট সম্প্রদায়কে দায়ী করা হবে৷ যা একেবারেই অনভিপ্রেত।'
করোনা ছড়ালে নির্দিষ্ট সম্প্রদায়ের দিকে আঙুল উঠবে, মহরমের তাজিয়া বার করার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Aug 2020 05:47 PM (IST)
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই পরিস্থিতিতে মহরমের তাজিয়া বের করলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে৷
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -