নয়াদিল্লি: দীপাবলিতে আতসবাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল না সুপ্রিম কোর্ট। তবে কম মাত্রায় দূষণ ছড়ানো বাজিই পোড়ানো যাবে ও বাজি পোড়ানোর সময়সীমা রাত ৮-১০টা পর্যন্ত। অনলাইনে বাজি বিক্রিও বন্ধ করার নির্দেশ দিয়েছে তারা।


শুধু দীপাবলি নয়, যে কোনও ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানেই আতসবাজি পোড়ানোর ওপর এই নিয়মবিধি বহাল করেছে শীর্ষ আদালত। বলা হয়েছে, নতুন বছর ও বড়দিনের অনুষ্ঠানে রাত ১১টা ৫৫ থেকে ১২টা ১৫ পর্যন্ত বাজি পোড়ানো যাবে। যে সব বাজিতে দূষণ কম ছড়ায়, সেগুলিই শুধু বিক্রি করা যাবে, বিক্রি করতে পারবেন লাইসেন্সধারী বিক্রেতারা। গোটা দেশের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, বাজি তৈরির কারখানাগুলিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার হচ্ছে কিনা তা নিয়মিত খতিয়ে দেখতে হবে।

কেন্দ্রীয় সরকার বাজি বিক্রিতে নিষেধাজ্ঞা জারির বিরোধিতা করেছিল সুপ্রিম কোর্টে। শুনানির সময় তারা বলেছিল, বাজি তৈরি নিয়ে নিয়ম জারি করা যেতে পারে, বাজিতে অ্যালুমিনিয়াম ও বেরিয়ামের মত জিনিস ব্যবহার নিষিদ্ধ করা উচিত। তামিলনাড়ুর বাজি বিক্রেতারা বলেন, গত বছর কোনও ঠিকঠাক রিসার্চ ছাড়াই বাজি বিক্রি বন্ধ করে দেওয়া হয়, এতে তাঁদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। আদালত গত বছর দীপাবলিতে দিল্লি-এনসিআরে বাজি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে। আবেদনকারী দাবি করেন, এই নিয়ম গোটা দেশে চালু করা হোক। কিন্তু কেন্দ্রীয় সরকার বলে, বাজি বিক্রি বন্ধ না করে তার তৈরি নিয়ে চালু হোক নিয়মনীতি।