তবে রেল প্রতিমন্ত্রী মনোজ সিংহ ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন, ওই অনুষ্ঠানের জন্য রেল থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, নভজ্যোত কাউরের সামনেই এক সঞ্চালক চিৎকার করে বলছেন, লাইনের ওপর প্রায় ৫,০০০ লোক দাঁড়িয়ে, যদি ৫০০ ট্রেনও এসে পড়ে, কেউ পিছু হঠবে না। এর কয়েক সেকেন্ডের মধ্যেই এসে পড়ে জলন্ধর-অমৃতসর ডিএমইউ। সিধুর স্ত্রী, সৌরভ মদন ও অন্যান্য আয়োজকের বিরুদ্ধে অভিযোগ, দুর্ঘটনার পরেই চম্পট দেন তাঁরা। তবে পঞ্জাব পুলিশ এখনও সৌরভ সহ আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের করেনি। অমৃতসর ট্রেন দুর্ঘটনা: রাবণ দহনের অনুমতি দেওয়া হয়েছিল, ভিডিওবার্তায় দাবি আয়োজকের, খারিজ করলেন রেলমন্ত্রী
ABP Ananda, Web Desk | 23 Oct 2018 10:21 AM (IST)
নয়াদিল্লি: অমৃতসর দুর্ঘটনার পরেই গা ঢাকা দিয়েছিলেন রাবণ দহনের আয়োজক কংগ্রেস নেতা সৌরভ মদন মিঠু। এবার একটি ভিডিও প্রকাশ করে তিনি দাবি করেছেন, রেলের কাছ থেকে অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়েছিল। আর একটি ভিডিও-ও সামনে এসেছে যাতে দেখা যাচ্ছে, রেল লাইনের ওপর দাঁড়ানো লোকজনকে সরে যেতে অনুরোধ করা হচ্ছে। নভজ্যোত সিংহ সিধু ও তাঁর স্ত্রী নভজ্যোত কাউরের ঘনিষ্ঠ আত্মীয় এই সৌরভ মদন। গোপন জায়গা থেকে এই ভিডিও জারি করে তিনি দাবি করেছেন, তাঁর ও তাঁর সহযোগীদের এই দুর্ঘটনায় কোনও দায় নেই, তাঁরা কোনও ভুল করেননি। লোকজনকে রেল লাইন থেকে সরে যেতে বারবার অনুরোধ করা হয়, কথা না শুনলে তাঁরা কী করবেন। ক্ষমা চেয়ে তাঁর আরও দাবি, রাবণ দহনের জন্য ওই মাঠে সবরকম নিরাপত্তা ব্যবস্থা ছিল। সন্ধে সাতটা নাগাদ রাবণে আগুন লাগানোর কথা ছিল, ছিল পুলিশ, আগে থেকে দাঁড় করানো ছিল দমকলের গাড়ি। দেখুন তাঁর ভিডিও