ওই কার্ডে ইএমভি আছে না নেই, সেটা চেনা সহজ। ইএমভি কার্ডে সামনের পিঠে সোনালি রঙের চিপ বসানো থাকে। স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে হোম ব্রাঞ্চে গিয়ে গ্রাহকরা ইএমভি চিপ কার্ডের জন্য আবেদন করতে পারেন, নয়তো ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও আবেদন পেশ করা যাবে। ৩১ ডিসেম্বরের মধ্যে গ্রাহকদের এটিএম-কাম-ডেবিট কার্ড বদলে ইএমভি চিপ লাগানো কার্ড নিতে বলল এসবিআই
Web Desk, ABP Ananda | 26 Aug 2018 02:46 PM (IST)
নয়াদিল্লি: ৩১ ডিসেম্বরের আগে গ্রাহকদের ম্যাগনেটিক স্ট্রাইপ দেওয়া এটিএম-কাম-ডেবিট কার্ড বদলে ফেলে ইএমভি চিপ লাগানো কার্ড নিতে বলল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)। গ্রাহকদের জালিয়াতি, প্রতারণা থেকে রক্ষা করতে দেশের ব্যাঙ্কগুলিকে গ্রাহকদের শুধুমাত্র চিপ লাগানো ও পিনের মাধ্যমে সক্রিয় করা যায়, এমন ডেবিট ও ক্রেডিট কার্ড দিতে বলেছিল রিজার্ভ ব্যাঙ্ক। কার্ড জাল বা স্কিমিং করে প্রতারণা ঠেকায় ইএমভি চিপ কার্ড। হারানো ও চুরি যাওয়া কার্ড হাতিয়ে স্কিমিং, জালিয়াতি আটকায় ইএমভি চিপকার্ড ও পিন। ইএমভি মানে ইউরো পে মাস্টারকার্ড ভিসা ও পিন হল পার্সনাল আইডেন্টিফিকেশন নম্বর। ট্যুইট করে দেশের সবচেয়ে বেশি ঋণ প্রদানকারী রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক বলেছে, প্রিয় গ্রাহকরা, একটা বদলের সময় হয়েছে। আরবিআইয়ের গাইডলাইন বেরনোর পর আপনাদের ২০১৮-র শেষে ম্যাগস্ট্রাইপ ডেবিট কার্ড বদলে ইএমভি চিপ ডেবিট কার্ড নিতে হবে। এই বদলের প্রক্রিয়া পুরোপুরি নিরাপদ, এজন্য কোনও চার্জও লাগবে না। বিনামূল্যেই দেওয়া হবে ইএমভি চিপ ডেবিট কার্ড। জুনের শেষ নাগাদ এসবিআইয়ের এটিএম-কাম-ডেবিট কার্ড সংখ্যা ছিল ২৮.৯ কোটি, যেগুলির একটা বড় অংশ ইতিমধ্যেই চিপ নির্ভর করা হয়েছে।