চেন্নাই : মায়ের আবেদনে ছেলের 'মুক্তি'। মেডিক্যাল গ্রাউন্ডে প্যারোলে মুক্তি পেল রাজীব গাঁধী হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত এ জি পেরারিবলন। বুধবার তাকে ৩০ দিনের জন্য 'সাময়িক মুক্তি' দিয়েছে তামিলনাড়ু সরকার।
ছেলের জন্য কোভিডকালে মায়ের আকুতি শুনলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্তকেও প্যারোলে ছাড়পত্র দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। কদিন আগেই ছেলের সাময়িক মুক্তির দাবিতে রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলেন পেরারিবলনের মা ডি অরপুথাম্মল। তামিলনাড়ুর প্রিজন ম্যানুয়াল মেনে বন্দিকে ৩০ দিনের প্যারোলে ছাড়ার নির্দেশ দেন স্ট্যালিন।
সম্প্রতি তামিলনাড়ুর জেলে ছেলের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পেরারিবলনের মা। স্ট্যালিনকে লেখা আবেদনপত্রে তিনি জানান, রাজ্যের জেলগুলিতে করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। তাঁর ছেলের আগে থেকেই নানা শারীরিক অসুস্থতা রয়েছে। তাই করোনা মধ্যে জেলে থাকলে ছেলের প্রাণ সংশয় হতে পারে। তাই সরকার যেন তাঁর মুক্তির ব্যবস্থা করে।
কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সব নিয়ম মেনেই পুজল সেন্ট্রাল প্রিজন থেকে পেরারিবলনকে প্যারোল দেওয়া হবে। বিগত কয়েক বছর ধরে ওই জেলে বন্দিদশা কাটাচ্ছিল পেরারিবলন। তামিলনাড়ুর ইতিহাস বলছে, এই প্রথমবার কোনও কারাবন্দিকে সরাসরি প্যারোলের নির্দেশ দিয়েছেন কোনও মুখ্যমন্ত্রী। গত ৭ মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে বসেন স্ট্যালিন। স্বাস্থ্যের কারণে কোনও কারাবন্দিকে প্যারোল দিলেন তিনি।
তামিলনাড়ুর বর্তমান করোনা পরিসংখ্যান বলছে, বুধবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪,৮৭৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৬৫ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত দক্ষিণ ভারতের এই রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮,৭৩৪ জন। তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়েছেন ১৬,৯৯,২২৫ জন। যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য সরকারের।
রাজ্যে রেমডেসিভিরের অভাব দূর করতে সরাসরি বেসরকারি হাসপাতালগুলিকে করোনার ওষুধ বিক্রি করতে শুরু করেছে তামিলনাড়ু সরকার। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে নিজেই এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্ট্যালিন। ৯৬০টি রেমডেসিভিরের ভয়েল সরবরাহ করেছেন তিনি।