কলকাতা: কালীঘাটে বিক্ষোভে SSC চাকরিপ্রার্থীরা। তাঁরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন।


গত সপ্তাহেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির অদূরে এসএসসি চাকরিপ্রার্থীরা বিক্ষোভে বসেছিলেন৷ ঠিক এক সপ্তাহের মাথায় মুখ্যমন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভে বসলেন তাঁরা৷ আন্দোলনকারীদের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করে তাঁরা ফিরবেন না। নিজেদের ভবিষ্যৎ জানতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান তাঁরা। পুলিশ প্রশাসনের কর্তা-ব্যক্তিদের হাজার অনুরোধ, উপরোধেও অনড় মনোভাব নিয়ে মমতার বাড়ির সামনে ধর্নায় বসে থাকেন এসএসসি চাকরিপ্রার্থীরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।


মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই বিক্ষোভ দেখাতে শুরু করেন এসএসসি চাকরিপ্রার্থীরা। তাঁরা রাস্তার চারপাশে জড়ো হয়েছিলেন। আগে থেকে খবর থাকায় তৈরি ছিল পুলিশও। স্লোগান দিতে দিতে রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। অনেকে রাস্তায় শুয়েও পড়েন। ফলে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার রাস্তায় ব্যারিকেড করে দেয় পুলিশ।