নয়াদিল্লি: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও তাঁর মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের কুম্ভে স্নান করা নিয়ে কটাক্ষ করে বিজেপি-র রোষের মুখে পড়লেন কংগ্রেস সাংসদ শশী তারুর। তাঁর তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী সহ বিজেপি নেতারা। স্মৃতি বলেছেন, ‘রাহুল গাঁধীর কৌশলগত সমর্থনে তিনি এই কাজ করেছেন। এটা অত্যন্ত ভয়াবহ। তারুর প্রায়ই হিন্দুধর্মকে আক্রমণ করেন। রাহুল তাঁর দলের নেতাদের হিন্দুধর্মে বিশ্বাসীদের আক্রমণ করতে দেন আর নিজে নির্বাচনের আগে কৌশল হিসেবে পৈতে পরেন।’

গতকাল ট্যুইটারে আদিত্যনাথদের স্নানের ছবি দিয়ে তারুর লেখেন, ‘গঙ্গাকে পরিচ্ছন্নও রাখতে হবে আবার এখানেই পাপ ধুতেও হবে। এই সঙ্গমে সবাই উলঙ্গ! গঙ্গামায়ের জয়!’ এই ট্যুইটের পরেই তারুরকে পাল্টা কটাক্ষ করে উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ বলেন, ‘তিনি কী করে কুম্ভের মাহাত্ম্য বুঝবেন? তিনি যে পরিবেশে আছেন, যে সংস্কৃতিতে বেড়ে উঠেছেন, তাতে এটা বোঝা সম্ভব নয়। তাঁরা অনেক অন্যায় করেছেন। কুম্ভে ডুব দিলে হয়তো পাপ ধুয়ে ফেলতে পারবেন।’



বিজেপি নেতা নলিন কোহলিও তারুরকে আক্রমণ করে বলেছেন, ‘তারুরের মতো একজন অত্যন্ত শিক্ষিত ও শ্রদ্ধেয় ব্যক্তি হিন্দুধর্মের এই রীতি সম্পর্কে এই মন্তব্য করেছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

মন্ত্রিসভার বৈঠকের পর আদিত্যনাথ ও উত্তরপ্রদেশের অন্যান্য মন্ত্রীরা কুম্ভে স্নান করতে যান। তাঁদের সঙ্গে ছিলেন কয়েকজন সাধু-সন্ত। উত্তরপ্রদেশের মন্ত্রীরা কুম্ভমেলায় পুজোও দেন। এই ঘটনা নিয়েই তাঁদের কটাক্ষ করেন তারুর।