নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় প্রায়শই পশুজন্তুদের ছবি বা ভিডিও ভাইরাল হয়ে যায়। এরইমধ্যে আরও একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি জঙ্গলে বাঘ ও অজগরকে। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজর কেড়ে নিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে, জঙ্গলে বাঘের রাস্তায় চলে আসে একটি অজগর। সাপটিকে দেখে বাঘ সমঝদারি দেখিয়ে পাশ দিয়ে চলে যায়। এরপর সাপটি জঙ্গলে মিলিয়ে যাওযা পর্যন্ত বেশ কিছুক্ষণ ধরে সেদিকে নজর রাখে বাঘটি।



উল্লেখ্য, ভিডিওটি দুই বছরের পুরানো। ইনস্টাগ্রামে দু বছর আগেই ভিডিওটি দেখা গিয়েছিল। জানা গেছে, ভিডিওটি ২০১৮-র। এখন ভিডিওটি ইন্ডিয়ান ফরেস্ট অফিসার সুশান্ত নন্দা ট্যুইটারে শেয়ার করেছেন। ভিডিওটি কর্ণাটকের নাগরহোল ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভে তোলা হয়।
ভিডিওটি ২১ জুলাই সকালে পোস্ট করেন সুশান্ত। এরমধ্যেই তা প্রায় ৫৬ হাজার ভিউ হয়েছে। ইউজাররা তাঁদের প্রতিক্রিয়া জানাতেও ভোলেননি। অনেকে শেয়ারও করেছেন।