মুম্বই: মহারাষ্ট্রে (Maharashtra) ধর্মস্থানে লাউডস্পিকার (Loudspeaker Row) নিয়ে বিতর্ক তুঙ্গে। আজ পুলিশ (Cops) বিভিন্ন ধর্মস্থানের সামনে হনুমান চালিসা (Hanuman Chalisa) পাঠ করতে যাওয়া মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) (Maharashtra Nav-Nirman Sena) নেতা-কর্মীদের আটক-গ্রেফতার করলেও, পিছু হঠতে নারাজ রাজ ঠাকরে (Raj Thackeray)। এমএনএস প্রধানের হুঁশিয়ারি, ‘আমাদের আন্দোলন চলবে। যেখানে আজান হয়, সেখানে হনুমান চালিসা পাঠ করা হবে। ধর্মস্থান থেকে লাউডস্পিকার সরিয়ে নেওয়ার দাবি ধর্মীয় নয়, সামাজিক।’


হেনস্থার অভিযোগ রাজ ঠাকরের


রাজ ঠাকরে আরও বলেছেন, ‘আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করছি। তারপরেও আমাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। হেনস্থাও করা হচ্ছে আমাকে। আমার দলের কর্মীদেরও হেনস্থা করা হচ্ছে।’


আটক ২৫০ এমএনএস কর্মী


আজ সকাল থেকে মহারাষ্ট্রে ২৫০-রও বেশি এমএনএস কর্মীকে আটক করেছে পুলিশ। অশান্তি এড়াতে সতর্ক মুম্বই পুলিশ। যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মধ্যে আছেন নভি মুম্বইয়ে এমএনএসের প্রধান যোগেশ শেটে।


পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ সকালে এমএনএস কর্মীরা বিভিন্ন মসজিদের সামনে গিয়ে হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করেন। মহারাষ্ট্রের সোলাপুরে এমনই একটি মসজিদের সামনে এমএনএস কর্মীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। পুলিশকর্মীরা মারুতি মন্দির থেকে লাউডস্পিকার অ্যাম্পলিফায়ার খুলে নেয়। সেখানেই হনুমান চালিসা পাঠ করেন এমএনএস কর্মীরা।


এমএনএস-কে আক্রমণ শিবসেনার


এদিকে, এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের নেতৃত্বে মহাবিকাশ আঘাড়ির বৈঠক হয়। এই বৈঠকে লাউডস্পিকার সংক্রান্ত অশান্তি নিয়ে আলোচনা হয়। রাজ ঠাকরেকে তীব্র আক্রমণ করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। পাল্টা প্রয়াত শিবসেনা প্রধান বাল ঠাকরের একটি পুরনো ভিডিও ট্যুইট করে রাজ ঠাকরে দাবি করেছেন, বাল ঠাকরে ধর্মস্থান থেকে লাউডস্পিকার খুলে নেওয়ার দাবি করেছিলেন। শিবসেনা অবশ্য এমএনএস প্রধানের এই দাবি মানতে নারাজ।


এরই মধ্যে বিজেপি নেতা নীতিশ রানে ট্যুইট করে দাবি করেছেন, ‘ধর্মস্থানে লাউডস্পিকার আসল সমস্যা নয়, রাজা অ্যাকাডেমি, পিএফআই-এর মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলিই আসল সমস্যা। এই সংগঠনগুলি মানুষের মধ্যে বিষ ছড়ায়।’