নয়াদিল্লি: লাদাখ নিয়ে সংঘাতের আবহে চিনা অ্যাপে সার্জিক্যাল স্ট্রাইক। টিকটক, ক্যাম স্ক্যানার, ক্লিন মাস্টার-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত। জাতীয় সুরক্ষার খাতিরেই সিদ্ধান্ত, জানাল কেন্দ্র। এই অ্যাপগুলির মধ্যে বেশ কয়েকটি দারুণ জনপ্রিয়। বিশেষত, এ দেশে চিনা অ্যাপ টিকটক তো ভীষণই জনপ্রিয়, কোটি-কোটি ব্যবহারকারী। ভারতের এই সিদ্ধান্তে কতটা ধাক্কা খেল এই অ্যাপ?
ভারতের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এক বিবৃতি দিয়ে টিকটক জানাল, ভারতের স্বার্থে আঘাত লাগে এমন কোনও কাজ তারা করবে না। টিকটক ইন্ডিয়ার প্রধান নিখিল গাঁধী জানান, ভারত সরকারের সিদ্ধান্তকে তারা সম্মান করেন। এই ব্যাপারে সরকারি এজেন্সিগুলির সঙ্গে কথা বলবেন। সেই সঙ্গে নিখিলের দাবি, দেশ 'সুরক্ষার খাতিরে' এই সিদ্ধান্ত নিয়েছে ঠিকই, তবে এদেশের ব্যবহারকারীদের কোনও তথ্য তারা চিন প্রশাসনকে দেয়নি। যদি চিন এমন কোনও তথ্য চায়ও, তবুও তাদের হাতে কোনও তথ্য তুলে দেবে না টিকটক ইন্ডিয়া।
টিকটক ইন্ডিয়ার দাবি, ভারতে ১৪ টি ভাষায় টিকটক অ্যাপ আছে। এটি ব্যবহার করেন, বহু শিল্পী, শিক্ষক, গল্পকার। এঁদের রুজিরুটি আসে এই অ্যাপ থেকে। এঁদের অনেকেই আবার প্রথমবার ইন্টারনেট ব্যবহারকারী।
ইতিমধ্যেই গুগল স্টোর থেকে মুছে ফেলা হয়েছে টিকটক। অ্যাপল স্টোরেও পাওয়া যাবে না টিকটক। এই সব অ্যাপ থেকে আর কোনও আপডেট মিলবে না।
যে চিনা অ্যাপগুলিকে জাতীয় নিরাপত্তার স্বার্থে নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে বেশ ক’টি জনপ্রিয় অ্যাপ আছে। বিশ্বে যে ২০ কোটি মানুষ এই টিকটক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন, তার ১০ শতাংশই ভারতের। এছাড়াও শেয়ার ইট, ক্যাম স্ক্যানার, ইউসি ব্রাউজার, হ্যালো, এমআই কমিউনিটি, নিউজ ডগ, উইচ্যাট, এক্সেন্ডার, বিগো লাইভ, ভিভা ভিডিও - কিউ ও ভিডিও আইএনসি, সুইট সেলফি, ফোটো ওয়ান্ডার, ক্লিন মাস্টার - চিতা মোবাইলের মতো মোবাইল অ্যাপগুলি।
ভারতের স্বার্থহানিকর কিছুই করিনি, চাপের মুখে সাফাই টিকটক ইন্ডিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jun 2020 01:25 PM (IST)
ভারতের এই সিদ্ধান্তে কতটা ধাক্কা খেল এই অ্যাপ?
এক বিবৃতি দিয়ে টিকটক জানাল...
Youths act in front of a mobile phone camera while making a TikTok video on the terrace of their residence in Hyderabad on February 14, 2020. (Photo by NOAH SEELAM / AFP)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -