নয়াদিল্লি: এ বছরের মধ্যেই সরিয়ে ফেলা হবে দেশের সব টোল বুথ। তার বদলে জিপিএস প্রযুক্তি চালু করা হবে। তার মাধ্যমেই গাড়িগুলির উপর নজর রাখা হবে এবং সেই অনুযায়ী টোল আদায় করা হবে। আজ সংসদে এমনই জানিয়েছেন সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।


লোকসভায় গড়করি বলেন, ‘আমি সংসদকে আশ্বস্ত করতে চাই, এক বছরের মধ্যে দেশের সব টোল বুথ সরিয়ে ফেলা হবে। জিপিএম ইমেজিং প্রযুক্তির মাধ্যমে টোল চার্জ আদায় করা হবে।’ এর ফলে যানজট এড়ানো সম্ভব হবে বলে মত বিশেষজ্ঞদের। বেশিরভাগ চালকই এই ঘোষণায় খুশি।


গত ডিসেম্বরে গড়করি ঘোষণা করেন, ‘টোলমুক্ত ভারত’ গড়ে তোলা হবে। সেই ঘোষণা অনুযায়ী, আজ টোল বুথ সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করলেন তিনি। লোকসভায় গড়করি জানিয়েছেন, রাশিয়ার সাহায্যে জিপিএস সিস্টেম তৈরি করা হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে হাতে হাতে টাকা নেওয়ার বদলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টোলের অর্থ কেটে নেওয়া হবে।


গত মাস থেকে দেশজুড়ে ফাস্ট্যাগ বাধ্যতামূলক করেছে গড়করির নেতৃত্বাধীন মন্ত্রক। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, এর ফলে ডিজিট্যাল পেমেন্টে উৎসাহ দেওয়া যাবে এবং একইসঙ্গে টোল প্লাজায় গাড়ি নিয়ে অপেক্ষা করার সময় বাঁচবে, জ্বালানিও বাঁচবে। গড়িগুলি মসৃণ গতিতে চলতে পারবে। এবার টোল বুথই তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন গড়করি। তিনি আরও জানিয়েছেন, দেশের ৯৩ শতাংশ গাড়িই ফাস্ট্যাগের মাধ্যমে টোল দিচ্ছে। বাকি ৭ শতাংশ গাড়িকে দ্বিগুণ অর্থ দিতে হলেও, এখনও ফাস্ট্যাগ লাগানো হয়নি। যে গাড়িগুলিতে এখনও ফাস্ট্যাগ লাগানো হয়নি, সেই গাড়িগুলির বিরুদ্ধে পুলিশকে তদন্ত করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গড়করি।


২০১৬ সাল থেকে টোল আদায়ের জন্য ফাস্ট্যাগ চালু করা হয়। কিন্তু এতদিন বাধ্যতামূলক ছিল না এই পদ্ধতি। এ বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে ফাস্ট্যাগ বাধ্যতামূলক করা হয়েছে। যে গাড়িগুলিতে ফাস্ট্যাগ নেই, সেই গাড়িগুলি থেকে দ্বিগুণ টোল নেওয়া হচ্ছে।