ত্রিপুরার বাজেটে আরও বলা হয়েছে, ১,৮৬৭টি ছোট বাঁধ তৈরি করা হবে। এর ফলে মাছ চাষ, পানীয় জল সরবরাহ ও সেচের বিপুল সম্ভাবনা তৈরি হবে। ২,১১০টি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে। ৫২,০৩০ পরিবারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
ত্রিপুরার অর্থমন্ত্রী ২০১৯-২০ অর্থবর্ষের জন্য ১৭,৫৩০.৪৬ কোটি টাকার করমুক্ত ও ঘাটতিশূন্য বাজেট পেশ করেছেন। তিনি জানিয়েছেন, করব্যবস্থা উন্নত করা এবং প্রশাসনিক শৃঙ্খলার জন্য রাজ্য সরকার গত বছরের তুলনায় ১৪.৫ শতাংশ বেশি রাজস্ব আদায় করতে পারে।