আগরতলা: ত্রিপুরায় এবার স্নাতকদের স্মার্টফোন দেওয়া হবে। এছাড়া রাজ্যে দুধের জোগান বাড়ানোর লক্ষ্যে ৫,০০০ পরিবারের মহিলা সদস্যদের দু’টি করে গরু দেওয়া হবে। সোমবার ২০১৯-২০ অর্থবর্ষের জন্য রাজ্য বাজেট পেশ করার সময় এই ঘোষণা করেছেন উপমুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা। তিনি আরও জানিয়েছেন, সামাজিক পেনশন প্রতি মাসে ৭০০ থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা হচ্ছে। আগামী অর্থবর্ষ থেকে রাজ্যের প্রতিটি পরিবারকে ভর্তুকিযুক্ত চিনি দেওয়া হবে।



ত্রিপুরার বাজেটে আরও বলা হয়েছে, ১,৮৬৭টি ছোট বাঁধ তৈরি করা হবে। এর ফলে মাছ চাষ, পানীয় জল সরবরাহ ও সেচের বিপুল সম্ভাবনা তৈরি হবে। ২,১১০টি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে। ৫২,০৩০ পরিবারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

ত্রিপুরার অর্থমন্ত্রী ২০১৯-২০ অর্থবর্ষের জন্য ১৭,৫৩০.৪৬ কোটি টাকার করমুক্ত ও ঘাটতিশূন্য বাজেট পেশ করেছেন। তিনি জানিয়েছেন, করব্যবস্থা উন্নত করা এবং প্রশাসনিক শৃঙ্খলার জন্য রাজ্য সরকার গত বছরের তুলনায় ১৪.৫ শতাংশ বেশি রাজস্ব আদায় করতে পারে।