Tripura Municipal Election Live Updates: ত্রিপুরার পুরভোটে আরও ২ কোম্পানি সিএপিএফ মোতায়েন করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Tripura Municipal Elections Live: ত্রিপুরায় পুরভোটে আগের রাতে বিরোধী প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগ উঠল। যদিও বিরোধী দলের প্রার্থীদের উপর হামলা-যোগ অস্বীকার করেছে বিজেপি।

abp ananda Last Updated: 25 Nov 2021 01:42 PM

প্রেক্ষাপট

প্রসেনজিৎ সাহা ও অর্ণব মুখোপাধ্যায়, আগরতলা: আজ ত্রিপুরায় পুরভোট। আজ সকাল সাতটায় শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল চারটে পর্যন্ত।নিরাপত্তায় মোতায়েন থাকবে ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর), ত্রিপুরা পুলিশ ও সিআরপিএফ। আজ...More

Tripura Municipal Election Live: বিরোধীদের নিশানা বিজেপি বিধায়ক অরুণচন্দ্র ভৌমিকের

 ভোটে হারবে জেনে বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে, প্রতিক্রিয়া বিলোনিয়ার বিজেপি বিধায়ক অরুণচন্দ্র ভৌমিকের।