Tripura Municipal Election Live Updates: ত্রিপুরার পুরভোটে আরও ২ কোম্পানি সিএপিএফ মোতায়েন করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Tripura Municipal Elections Live: ত্রিপুরায় পুরভোটে আগের রাতে বিরোধী প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগ উঠল। যদিও বিরোধী দলের প্রার্থীদের উপর হামলা-যোগ অস্বীকার করেছে বিজেপি।

abp ananda Last Updated: 25 Nov 2021 01:42 PM
Tripura Municipal Election Live: বিরোধীদের নিশানা বিজেপি বিধায়ক অরুণচন্দ্র ভৌমিকের

 ভোটে হারবে জেনে বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে, প্রতিক্রিয়া বিলোনিয়ার বিজেপি বিধায়ক অরুণচন্দ্র ভৌমিকের। 

Tripura Municipal Poll Live: পাল্টা যুক্তি বিজেপি বিধায়কের

ত্রিপুরায় পুরভোটের অশান্তি। বহিরাগতরা গন্ডগোল পাকাচ্ছে, দাবি বিজেপি বিধায়কের। 

Tripura Municipal Election Live: ভোট-সন্ত্রাসের অভিযোগ শুনে মেজাজ হারালেন ত্রিপুরার মন্ত্রী

ভোট-সন্ত্রাসের অভিযোগ শুনে মেজাজ হারালেন ত্রিপুরার মন্ত্রী! ভোট সন্ত্রাসের অভিযোগ করায় ভোটারকেই ধমক সুশান্ত চৌধুরীর!

Tripura Municipal Poll Live: আগরতলার একাধিক ওয়ার্ডে আক্রান্ত বিরোধীরা

আগরতলার একাধিক ওয়ার্ডে আক্রান্ত বিরোধীরা। বিজেপির বিরুদ্ধে অভিযোগ। পুরভোটে হিংসা নিয়ে, বিরোধীদের পাশে দাঁড়িয়েছেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। সব রাজ্যেই এরকম অভিযোগ হয়, বলে মন্তব্য করেছেন ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী।

Tripura Municipal Election Live: ত্রিপুরার পুরভোটে দিনভর ছাপ্পা ভোটের অভিযোগ বিরোধীদের

ত্রিপুরার পুরভোটে দিনভর ছাপ্পা ভোট, বুথ দখল থেকে শুরু করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব বিরোধীরা। 

Tripura Municipal Poll Live: আগরতলায় পুনর্নির্বাচনের দাবি বামেদের

ভোট শেষ না হওয়ার আগেই আগরতলায় পুনর্নির্বাচনের দাবি বামেদের। আগরতলা পুরসভার সবকটি ওয়ার্ডেই ফের ভোটের দাবি। ভোটে লাগামহীন সন্ত্রাসের অভিযোগ বিরোধীদের।

Tripura Municipal Election Live: আগরতলা পুরসভার ৫১ নম্বর ওয়ার্ডে আক্রান্ত তৃণমূল প্রার্থী

আগরতলা পুরসভার ৫১ নম্বর ওয়ার্ডে আক্রান্ত তৃণমূল প্রার্থী তপন বিশ্বাস।সকালে ভোট দিতে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলার শিকার হন বলে অভিযোগ। তৃণমূল প্রার্থীর চোখে আঘাত লাগে। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

Tripura Municipal Polls Live Updates: সোনামুড়ায় সিপিএম প্রার্থীর ছেলেকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ

সোনামুড়ায় নগর পঞ্চায়েত ভোটে ৩ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী নাসিমা খাতুনের ছেলেকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বহিরাগতদের বিরুদ্ধে। বিশাল পুলিশ বাহিনী বহিরাগতদের সরিয়ে দিলেও তার রেশ গিয়ে পড়ে পাশের কবি নজরুল মহাবিদ্যালয়ের ভোটকেন্দ্রে। বিরোধী দলের ভোটারদের বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ করেন সিপিএম প্রার্থী। এ নিয়ে বাগবিতণ্ডায় জড়ান সিপিএম ও বিজেপি সমর্থকরা।

Tripura Municipal Elections Live Updates: আগরতলার একাধিক ওয়ার্ডে আক্রান্ত বিরোধীরা

আগরতলার একাধিক ওয়ার্ডে আক্রান্ত বিরোধীরা, আহত বিরোধী প্রার্থী-এজেন্ট। বিজেপির বিরুদ্ধে অভিযোগ। কড়া সমালোচনা সুদীপ রায় বর্মনের। থানা ঘেরাও তৃণমূল-বামেদের।

Tripura Municipal Polls Live Updates: আগরতলা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর দুই পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ

আজ সকালে মক পোলের সময় আগরতলা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর দুই পোলিং এজেন্টকে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

Tripura Municipal Election Live Updates: ত্রিপুরায় পুরভোটের মধ্যে সুরক্ষা নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের

ত্রিপুরার পুরভোটে দিনভর ছাপ্পা ভোট, বুথ দখল থেকে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ বিরোধীদের। নজিরবিহীনভাবে ভোট চলাকালীনই সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, পুরভোটে আরও ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। 

Tripura Municipal Polls Live Updates: আগরতলায় থানা ঘেরাও সিপিএম, তৃণমূলের

ভোট লুঠ, বিরোধীদের মারধরের অভিযোগে আগরতলা পশ্চিম থানা ঘেরাও করলেন সিপিএম কর্মীরা। অন্যদিকে, পুরভোটে সন্ত্রাসের অভিযোগে আগরতলা পূর্ব থানা ঘেরাও করে তৃণমূল। সুবল ভৌমিকের নেতৃত্বে চলে অবস্থান-বিক্ষোভ। পরে বিক্ষোভকারীদের আটক করে পুলিশ।

Tripura Municipal Elections Live Updates: আগরতলা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর ছেলেকে মারধরের অভিযোগ

আগরতলা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পদ্মা ভট্টাচার্যর ছেলেকে মারধরের অভিযোগ। ৫ নম্বর ওয়ার্ডে ভোট দিতে যাওয়ার সময় তৃণমূল প্রার্থীর ছেলে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Tripura Municipal Polls Live Updates: তৃণমূল ও সিপিএম কর্মীদের বিরুদ্ধে বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ

আগরতলা পুরসভার রাজনগর স্কুলে ভোট দিতে যাওয়ার সময় বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল ও সিপিএম কর্মীদের বিরুদ্ধে। বুকে বিজেপির পদ্ম-প্রতীক লাগানো রয়েছে দেখে ওই ভোটারকে চিহ্নিত করা হয় বলে অভিযোগ। মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূল, সিপিএমের। 

Tripura Municipal Election Live Updates: পুরভোটের দিন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন বিপ্লব দেব

পুরভোটের দিন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বললেন, ‘জন্মদিনে মায়ের কাছে প্রতিবারই আসি। প্রার্থনা করি, ত্রিপুরাবাসী যেন ভাল থাকে।’

Tripura Municipal Polls Live Updates: আক্রান্ত তৃণমূল প্রার্থীর পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন

আগরতলা পুরসভার ৫১ নম্বর ওয়ার্ডের আক্রান্ত তৃণমূল প্রার্থীর পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। নাম না করে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে আক্রমণ করে বললেন, ভয় দেখিয়ে ভোট না করলেও পারতেন। 

Tripura Municipal Polls Live: আগরতলা পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে হুমকির অভিযোগ

আগরতলা পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে হুমকির অভিযোগ। তৃণমূল প্রার্থী সংহিতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তাঁর পোলিং এজেন্টকে অপহরণের পাশাপাশি বিজেপি প্রার্থী ও তাঁর স্বামী মারধরের হুমকি দেন। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Tripura Municipal Elections Live Updates: বিলোনিয়ায় অবাধে ছাপ্পা ও বুথ দখলের অভিযোগ সিপিএমের

বিলোনিয়ায় অবাধে ছাপ্পা ও বুথ দখলের অভিযোগ সিপিএমের। ফেসবুকে ভিডিও পোস্ট করে অভিযোগ বামেদের। নির্বাচনকে প্রহসনে পরিণত করার অভিযোগ তুলে এসডিএম অফিস ঘেরাও করেন সিপিএম কর্মীরা। ভোটে হারবে জেনে মিথ্যা অভিযোগ, প্রতিক্রিয়া বিলোনিয়ার বিজেপি বিধায়ক অরুণচন্দ্র ভৌমিকের। 

Tripura Municipal Polls Live Updates: আগরতলা পুরসভার ৫১ নম্বর ওয়ার্ডে আক্রান্ত তৃণমূল প্রার্থী তপন বিশ্বাস

আগরতলা পুরসভার ৫১ নম্বর ওয়ার্ডে আক্রান্ত তৃণমূল প্রার্থী তপন বিশ্বাস। সকালে ভোট দিতে গিয়ে তিনি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলার শিকার হন বলে অভিযোগ। তৃণমূল প্রার্থীর চোখে আঘাত লাগে। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Tripura Municipal Elections Live Updates: আগরতলার ৮ নম্বর ওয়ার্ডে সিপিএমের ক্যাম্প অফিস ভাঙচুর, তৃণমূলের নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগ

আগরতলার ৮ নম্বর ওয়ার্ডে সিপিএমের ক্যাম্প অফিস ভাঙচুর, তৃণমূলের নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগ। বহিরাগতরা গন্ডগোল পাকাচ্ছে, দাবি বিজেপি বিধায়কের। 

Tripura Municipal Polls Live Updates: আগরতলা পুরভোটে বেনিয়মের ছবি

আগরতলা পুরভোটে বেনিয়মের ছবি। ১৩ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর বুথে ভোটার থাকা সত্ত্বেও আরেকজন জোর করে ভোট দিয়ে দেন বলে অভিযোগ। ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের ফেসবুক পোস্টে তুলে ধরা হয়েছে এই ছবি।

Tripura Municipal Elections Live Updates: উৎসবের মেজাজে ভোট হচ্ছে, দাবি ত্রিপুরার বিজেপি রাজ্য সভাপতির

উৎসবের মেজাজে ভোট হচ্ছে। মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। প্রতিক্রিয়া ত্রিপুরার বিজেপি রাজ্য সভাপতি মানিক সাহার। 

Tripura Municipal Polls Live: রাতে কোথাও কোনও হামলার ঘটনা ঘটেনি, দাবি ত্রিপুরা পুলিশের

রাতে কোথাও কোনও হামলার ঘটনা ঘটেনি, যেখানে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, জানিয়েছে ত্রিপুরা পুলিশ।

Tripura Municipal Elections Live Updates: আগরতলা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে বুথের বাইরে লোক জড়ো করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আগরতলা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে বুথের বাইরে লোক জড়ো করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। অন্যদিকে, ২০ নম্বর ওয়ার্ডে মহারানি তুলসিবতি স্কুলের সামনে জমায়েত হঠান এসডিপিও।

Tripura Municipal Polls Live Updates: আগরতলার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর এজেন্টকে মারধর

আগরতলার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর এজেন্টকে মারধর।  চিকিৎসার পর ফের এজেন্টকে বুথে নিয়ে গিয়ে বসাতে চাইলেন প্রার্থী। কিন্তু এজেন্টরা ভয়ে বুথে যেতেই অস্বীকার করলেন। 

Tripura Municipal Elections Live Updates: আগরতলা পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ড ‘বিরোধী এজেন্ট শূন্য’

আগরতলা পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ড ‘বিরোধী এজেন্ট শূন্য’। অভিযোগ, এই ওয়ার্ডের ৮টি বুথেই এজেন্টদের বসতে দেওয়া হয়নি। বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর। এজেন্ট দিতে পারেনি তৃণমূলই, পাল্টা দাবি বিজেপির। 

Tripura Municipal Polls Live Updates: ত্রিপুরার ২০টি থানা এলাকার ৬৪৪টি বুথে চলছে ভোটগ্রহণ

ত্রিপুরার ২০টি থানা এলাকার ৬৪৪টি বুথে চলছে ভোটগ্রহণ। আগরতলা পুরনিগম সহ ৩৩৪টি ওয়ার্ডে টানটান লড়াই। 

Tripura Municipal Elections Live: ত্রিপুরায় হিংসা আমদানি করছে তৃণমূলই, অভিযোগ দিলীপ ঘোষের

আজ সকালে মক পোলের সময় আগরতলার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর দুই পোলিং এজেন্টকেও মারধর করা হয় বলে অভিযোগ। ত্রিপুরায় হিংসা আমদানি করছে তৃণমূলই। পাল্টা অভিযোগ দিলীপ ঘোষের। 

Tripura Municipal Elections Live Updates: ত্রিপুরায় অতি স্পর্শকাতর বুথের নিরাপত্তায় স্টেট রাইফেলস

ত্রিপুরায় অতি স্পর্শকাতর বুথের নিরাপত্তায় স্টেট রাইফেলস। স্পর্শকাতর কেন্দ্রে চারজন করে সশস্ত্র জওয়ান। আগরতলায় বুথ প্রতি দায়িত্বে ৫ জন। 

Tripura Municipal Polls: পুরভোটের আগে অশান্ত ত্রিপুরা

পুরভোটের আগে অশান্ত ত্রিপুরা। আগরতলার ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শ্যামল পালের বাড়িতে হামলা। মারধর ২ পোলিং এজেন্টকেও। অভিযোগ অস্বীকার বিজেপির।

Tripura Municipal Election Live Updates: মক পোলের সময় তৃণমূল প্রার্থীর দুই পোলিং এজেন্টকে ‘মারধর’

মক পোলের সময় তৃণমূল প্রার্থীর দুই পোলিং এজেন্টকে ‘মারধর’। আগরতলার ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। 

Tripura Elections Live Updates: ত্রিপুরায় পুরভোটে আগের রাতে বিরোধী প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগ

ত্রিপুরায় পুরভোটে আগের রাতে বিরোধী প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগ উঠল। তৃণমূলের অভিযোগ, আমবাসায় ১২ নম্বর ওয়ার্ডে তাদের প্রার্থী স্বপ্না পাল ও আগরতলার ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী শ্যামল পালের বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। বিলোনিয়ায় সিপিএম প্রার্থীর বাড়িতেও হামলা হয়েছে বলে অভিযোগ। যদিও তিনটি ঘটনাতেই হামলা-যোগ অস্বীকার করেছে বিজেপি।

Tripura Municipal Polls Live: পুরভোটের আগেই প্রায় ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বিজেপি

আজ ত্রিপুরায় পুরভোট। সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে ভোটগ্রহণ। পুরভোটের আগেই প্রায় ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বিজেপি। বাকি আসনগুলিতে কী হবে, তা জানতে, আজ সবার নজর থাকবে ত্রিপুরায়। গোটা রাজ্যের ২০টি থানা এলাকায় মোট ৬৪৪টি ভোটকেন্দ্র। তার মধ্যে ৩৭০টি ভোট কেন্দ্রকে অতি স্পর্শকাতর এবং ২৭৪টি ভোটকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে। অতি স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলিতে ত্রিপুরা স্টেট রাইফেলসের চারজন জওয়ান মোতায়েন থাকবেন। আগরতলার ভোটকেন্দ্রগুলিতে থাকবেন TSR-এর পাঁচজন করে জওয়ান। অন্যদিকে স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলিতে থাকবেন চারজন করে ত্রিপুরা পুলিশের সশস্ত্র জওয়ান।

প্রেক্ষাপট

প্রসেনজিৎ সাহা ও অর্ণব মুখোপাধ্যায়, আগরতলা: আজ ত্রিপুরায় পুরভোট। আজ সকাল সাতটায় শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল চারটে পর্যন্ত।


নিরাপত্তায় মোতায়েন থাকবে ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর), ত্রিপুরা পুলিশ ও সিআরপিএফ। আজ ত্রিপুরার ২০টি থানা এলাকার মোট ৬৪৪টি ভোট কেন্দ্রে নির্বাচন হবে। তার মধ্যে ৩৭০টি ভোট কেন্দ্রকে অতি স্পর্শকাতর এবং ২৭৪টি ভোটকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে। অতি স্পর্শকাতর ভোটকেন্দ্র গুলিতে ত্রিপুরা স্টেট রাইফেলসের চারজন জওয়ান মোতায়েন থাকবে। আগরতলার ভোটকেন্দ্রগুলিতে থাকবেন টিএসআর-এর পাঁচজন করে জওয়ান। অন্যদিকে, স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলিতে থাকবে চারজন করে ত্রিপুরা পুলিশের সশস্ত্র জওয়ান। এছাড়াও এরিয়া ডমিনেশন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন থাকছে ৬৫ সেকশন কেন্দ্রীয় বাহিনী।


কিন্তু এত বাহিনী থাকা সত্ত্বেও ত্রিপুরায় পুরভোট শান্তিপূর্ণ হবে কি না তা নিয়ে সন্দিহান বিরোধীরা। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, ‘সবটাই নির্ভর করবে সরকারের পলিটিক্যাল এগজিকিউটিভদের ওপর। ফ্যাসিস্টসূলভ সন্ত্রাস তো চলছে তাদের আমলেই। বাহিনী মোতায়েন করলেই হবে না, স্বাধীনতা দিতে হবে। মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছেন, কোর্ট বললেই ধরে আনতে হবে নাকি? পুলিশ তো আমার হাতে। এখানে ভোট প্রহসনে পরিত হয়েছে।’


পাল্টা উত্তর দিয়েছে শাসকদল। ত্রিপুরা বিজেপির সাধারণ সম্পাদক পাপিয়া দত্ত বলেছেন, ‘যা নিরাপত্তা দেওয়া হয়েছে যথেষ্ট। এভাবেই ভোট হওয়া উচিত।’


এরই মধ্যে ভোটের আগে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আগরতলা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী ফুলন ভট্টাচার্য। তাঁর অভিযোগ, মঙ্গলবার প্রচারের সময়সীমা শেষ হওয়ার পরই ১৭ নম্বর ওয়ার্ডে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আগরতলা পুরসভার যে এলাকায় এই অভিযোগ উঠেছে, সেখানেই থাকেন বিজেপি সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তবে গেরুয়া শিবির ভয় দেখানোর অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির বিরুদ্ধে তাদের প্রার্থীদের বাড়িতে হামলা ও এজেন্টদের ভয় দেখানোর অভিযোগে সরব হয়েছে তৃণমূলও।


ত্রিপুরার পুরভোটের আগেই প্রায় ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বিজেপি। বাকি আসনে কী হবে, তা জানতে সবার নজর আজকের ভোটের দিকে। ত্রিপুরা পুরভোটের ফল ঘোষণা হবে রবিবার। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.