জয়পুর: মদ বিক্রি বন্ধ করার জন্য় মহিলাদের আন্দোলন, বিক্ষোভ, মদের ঠেকে ভাঙচুরের ঘটনা নতুন নয়। পশ্চিমবঙ্গ সহ দেশের নানা প্রান্তে এই ঘটনা দেখা গিয়েছে। তবে এবার মদ বিক্রি বন্ধের জন্য অভিনব উদ্যোগ দেখা গেল রাজস্থানে। মহিলারা একত্রিত হয়ে গ্রাম থেকে মদের দোকান সরিয়ে দেওয়ার জন্য ভোট দিলেন। তাঁদের এই সিদ্ধান্ত অনুযায়ী, গ্রামে আর মদ বিক্রি করা যাবে না।
মদ বিক্রি রোখার জন্য এই অভিনব উদ্যোগ নিয়েছেন রাজস্থানের রাজসমন্দ জেলার বরার ও উইয়ার গ্রাম পঞ্চায়েতের মহিলারা। এর আগে এই জেলার আরও তিনটি গ্রাম পঞ্চায়েতের মহিলারা একই উদ্যোগ নিয়েছেন। ভীম মহকুমার কচবলি, মণ্ডাওয়ার ও ঠানেটা গ্রাম পঞ্চায়েতের মহিলারাও মদের দোকান বন্ধ করার জন্য ভোট দিয়েছেন। মহিলারা এভাবে রুখে দাঁড়ানোয় পরপর গ্রামগুলিতে বন্ধ হয়ে যাচ্ছে মদের দোকান।
স্থানীয় সূত্রে খবর, রাজস্থান আবগারি আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মদের দোকান বন্ধ করার জন্য ভোট দিচ্ছেন মহিলারা। ১৯৭৫ সালে জারি হওয়া রাজস্থান আবগারি আইনে (স্থানীয় মতামত অনুসারে দেশী মদের দোকান বন্ধ করার সংস্থান) বলা রয়েছে, পঞ্চায়েতে ভোটাভুটির মাধ্যমে মদের দোকান বন্ধ করে দেওয়া যেতে পারে। শুধু মদের দোকান বন্ধ করার পক্ষে মোট ভোটের অন্তত ৫১ শতাংশ ভোট পড়তে হবে। তাহলেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে পঞ্চায়েত।
বরার ও উইয়ার গ্রাম পঞ্চায়েতে মদের দোকান বন্ধ করার জন্য ভোটাভুটি শুরু হয় সকাল আটটায়। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট চলে। মোট জনসংখ্যার ৬৪ শতাংশ ভোট দেন। মোট ভোটার ছিলেন ৫,৬৩২ জন। যাঁরা ভোট দেন, তাঁদের বেশিরভাগই ছিলেন মহিলা। মদের দোকান বন্ধ করার পক্ষে ভোট দেন ৩,৩২৬ জন। মদের দোকান বন্ধ করার প্রস্তাবের বিপক্ষে ভোট দেন মাত্র ১৭৫ জন। ফলে এই দুই গ্রাম পঞ্চায়েতেও বন্ধ হয়ে যাচ্ছে মদের দোকান।