AMIT SHAH CORONA LIVE UPDATES: অমিত শাহের পর ইয়েদুরাপ্পাও করোনা পজিটিভ, ভর্তি হাসপাতালে
কেন্দ্রীয় প্রশাসন সূত্রে খবর, হাসপাতালে ভর্তি করা হবে অমিত শাহকে।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
03 Aug 2020 10:00 PM
করোনা আক্রান্ত সিপিএম নেতা মহম্মদ সেলিম। ভর্তি বাইপাসের বেসরকারি হাসপাতালে। আমার কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। অত্যন্ত মৃদু উপসর্গ রয়েছে। কিন্তু চিকিত্সকের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আমার থেকে পরিবার, প্রতিবেশী, বন্ধুবান্ধব ও পরিচিতদের যাতে সংক্রমণ না ছড়ায়, তারজন্যও এই সিদ্ধান্ত। ট্যুইট সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিমের।
করোনা আক্রান্ত সিপিএম নেতা মহম্মদ সেলিম। ভর্তি বাইপাসের বেসরকারি হাসপাতালে।
শনিবার সন্ধেয় দেখা হয়েছে অমিত শাহের সঙ্গে, সেলফ আইসোলেশনে গেলেন রবিশঙ্কর প্রসাদ।
ফের করোনার থাবা অসম বিধানসভায়। এবার আক্রান্ত কংগ্রেসের বিধায়ক। এ নিয়ে অসমের সাতজন বিধায়ক সংক্রমিত হলেন।
করোনা আক্রান্ত কংগ্রেস সাংসদ পি চিদম্বরম-পুত্র কার্তি।
ইয়েদুরাপ্পার মেয়েও করোনা আক্রান্ত, দুজনেই বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে ভর্তি।
সোমবার সকালের খবর: কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাও করোনা পজিটিভ, হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তিনি নিজেই টুইট করে জানিয়েছেন এ কথা।
করোনা আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি তিনি। আজ বিকেল ৪.২৪-এ হাসপাতালে ভর্তি হন অমিত। গুরুগ্রামের হাসপাতালের ১৫ তলায় আছেন অমিত। হাসপাতালের ৪৭১০ নম্বর ঘরে আছেন অমিত শাহ। চিকিৎসঅক সুশীলা কাটারিয়ার অধীনে ভর্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিতের সব কর্মীর করোনা টেস্ট করানো হবে।
অমিতের দ্রুত আরোগ্যকামনা করে ট্যুইট মমতার। ‘অমিতজি ও তাঁর পরিবারের জন্য প্রার্থনা করছি’, অমিতের সুস্থতা কামনা করে ট্যুইট মমতার। আরোগ্য কামনা জে পি নাড্ডা, রাজনাথ সিংহ, অরবিন্দ কেজরিওয়ালেরও।
কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাও করোনা পজিটিভ, হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তিনি নিজেই টুইট করে জানিয়েছেন এ কথা।
মন্ত্রিসভার বৈঠকে অমিত শাহের সংস্পর্শে এসেছিলেন মোদি-রাজনাথ
বুধবার মন্ত্রিসভার বৈঠকেও যোগ দেন অমিত শাহ। বুধবার মন্ত্রিসভার বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রীও। শাহের একদিকে ছিলেন মোদি, আরেকদিকে রাজনাথ। ২২ জুলাই আডবাণীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অমিত। গত ১৪ দিনে সাক্ষাৎ বাংলার একাধিক বিজেপি নেতার।
বুধবার মন্ত্রিসভার বৈঠকেও যোগ দেন অমিত শাহ। বুধবার মন্ত্রিসভার বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রীও। শাহের একদিকে ছিলেন মোদি, আরেকদিকে রাজনাথ। ২২ জুলাই আডবাণীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অমিত। গত ১৪ দিনে সাক্ষাৎ বাংলার একাধিক বিজেপি নেতার।
গত ১৪ দিনে অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ বাংলার একাধিক বিজেপি নেতার। দেখা করেন বাবুল সুপ্রিয়, স্বপন দাশগুপ্ত, দেবশ্রী চৌধুরী, সৌমিত্র খাঁ, নিশীথ প্রামাণিক, প্রকাশ জাভড়েকর, গজেন্দ্র সিংহ শেখাওয়াত। দেখা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ও। ২২ জুলাই লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অমিত।
গত ১৪ দিনে অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ বাংলার একাধিক বিজেপি নেতার। দেখা করেন বাবুল সুপ্রিয়, স্বপন দাশগুপ্ত, দেবশ্রী চৌধুরী, সৌমিত্র খাঁ, নিশীথ প্রামাণিক, প্রকাশ জাভড়েকর, গজেন্দ্র সিংহ শেখাওয়াত। দেখা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ও। ২২ জুলাই লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অমিত।
আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা আইসোলেশনে থাকুন, টেস্ট করান, ট্যুইট অমিত শাহর
করোনা আক্রান্ত অমিত শাহ। দিল্লি এইমসে ভর্তি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নিজেই ট্যুইট করে সেই খবর জানিয়েছেন। লিখেছেন, ‘উপসর্গ দেখে টেস্ট করি, রিপোর্ট পজিটিভ হয়।’ দুপুর একটায় করোনা পরীক্ষা করান অমিত শাহ। ‘আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা আইসোলেশনে থাকুন এবং টেস্ট করান।’ আক্রান্ত হওয়ার খবর জানিয়ে ট্যুইট অমিত শাহের।
করোনা আক্রান্ত অমিত শাহ। দিল্লি এইমসে ভর্তি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নিজেই ট্যুইট করে সেই খবর জানিয়েছেন। লিখেছেন, ‘উপসর্গ দেখে টেস্ট করি, রিপোর্ট পজিটিভ হয়।’ দুপুর একটায় করোনা পরীক্ষা করান অমিত শাহ। ‘আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা আইসোলেশনে থাকুন এবং টেস্ট করান।’ আক্রান্ত হওয়ার খবর জানিয়ে ট্যুইট অমিত শাহের।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: করোনার হানা এবার কেন্দ্রীয় প্রশাসনের একেবারে শীর্ষস্তরে। করোনা আক্রান্ত হলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই ট্যুইট করে জানিয়েছেন, তিনি সংক্রমিত হয়েছেন।
কেন্দ্রীয় প্রশাসন সূত্রে খবর, দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে অমিত শাহকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -