ট্যুইট করে হরসিমরত জানিয়েছেন, ‘কৃষক-বিরোধী অর্ডিন্যান্স ও আইনের প্রতিবাদে আমি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছি। কৃষক ও তাঁদের মেয়ে-বোনেদের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।’ এর আগে আজ হরসিমরতের স্বামী ফিরোজপুরের সাংসদ সুখবীর বাদল জানান, পদত্যাগ করবেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী। সেই ঘোষণা অনুযায়ী ইস্তফা দিলেন ভাটিন্ডার সাংসদ হরসিমরত। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চার পাতার চিঠি দিয়েছেন। তাঁদের পরবর্তী পদক্ষেপের বিষয়ে দলই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বাদ দম্পতি। অন্যদিকে, পঞ্জাব ও হরিয়ানা সহ দেশের বিভিন্ন জায়গায় কৃষকদের বিক্ষোভের মধ্যেই আজ লোকসভায় পাশ হয়ে গেল কৃষি বিল। এবার এই বিল পেশ করা হবে রাজ্যসভায়। লোকসভায় পাশ কৃষি বিল, প্রতিবাদে ইস্তফা হরসিমরত কৌর বাদলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Sep 2020 09:38 PM (IST)
হরসিমরতের স্বামী সুখবীর বাদল আগেই জানিয়েছিলেন, ইস্তফা দেবেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী।
নয়াদিল্লি: কেন্দ্রের কৃষি বিল নিয়ে মোদি-২ সরকারে প্রথম ‘বিদ্রোহ’। মন্ত্রিসভা থেকে শিরোমণি অকালি দলের হরসিমরত কৌর বাদলের ‘ইস্তফা’। কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে বিহারেও বিক্ষোভ। বিলের প্রতিলিপি পুড়িয়ে দিল্লিতে বিক্ষোভ কংগ্রেসের। এখনও কৃষি বিল নিয়ে প্রতিক্রিয়া মেলেনি বিজেপির।