নয়াদিল্লি: ১০০ বছরেরও বেশি সময় আগে বারাণসীর একটি মন্দির থেকে চুরি গিয়েছিল দেবী অন্নপূর্ণার প্রাচীন মূর্তি। পরে সেই মূর্তিটি স্থান পায় কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের আর্ট গ্যালারিতে। তবে এবার কানাডার পক্ষ থেকে এই ‘ঐতিহাসিক ভুল’ সংশোধন করা হচ্ছে। ভারতে ফেরানো হচ্ছে সেই মূর্তি। আনুষ্ঠানিকভাবে ভারতে মূর্তিটি ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।
রেজিনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ম্যাকেঞ্জি আর্ট গ্যালারিতে ১৯৩৬ সাল থেকে ছিল মূর্তিটি। যাঁর নামে এই গ্যালারি, সেই নর্ম্যান ম্যাকেঞ্জি এই মূর্তিটি সংগ্রহ করেছিলেন। এই আর্ট গ্যালারিতে নিজের শিল্পকর্মের প্রদর্শনীর প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখার সময় শিল্পী দিব্যা মেহরা অন্নপূর্ণা মূর্তিটির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, ১০০ বছরেরও বেশি সময় আগে মূর্তিটি অন্যায়ভাবে নেওয়া হয়। এরপরেই ভারতে মূর্তিটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি আবিষ্কার করেছে, অন্নপূর্ণা মূর্তিটি সন্দেহজনকভাবে অধিগ্রহণ করা হয়েছিল। এটা নীতি অনুযায়ী অনুচিত। সেই কারণেই ভারতে মূর্তিটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Canada: ‘ঐতিহাসিক ভুল সংশোধন’, ১০০ বছর আগে বারাণসী থেকে চুরি যাওয়া অন্নপূর্ণা মূর্তি ভারতকে ফেরাচ্ছে কানাডা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Nov 2020 07:13 PM (IST)
Age old Annapurna Statue is coming back to India from Canada. | সম্প্রতি শিল্পী দিব্যা মেহরা অন্নপূর্ণা মূর্তিটির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
ছবি সৌজন্যে রেজিনা বিশ্ববিদ্যালয়
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -