মেথি ভেবে গাঁজা রেঁধে খেয়ে অসুস্থ উত্তরপ্রদেশের এক পরিবারের ৬
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jul 2020 01:56 PM (IST)
পুলিশ সূত্রে খবর, গত শনিবার নীতীশ নামে এক ব্যক্তিকে মেথি বলে বিক্রি করেন স্থানীয় এক সবজি বিক্রেতা।
ITALY, TORINO, PIEDMONT - 2019/05/13: A hand of a man shows Legal Cannabis for sale in detail in a tobacco shop. Marijuana is a psychoactive substance that is obtained from the dried inflorescences of female hemp plants. The Delta-9-tetrahydrocannabinol, called THC is contained in all the hemp varieties, a substance that makes the plant illegal in many countries. There are varieties that can be cultivated legally for which the limit to this content is fixed by law. In Italy the sale of Legal Cannabis has been legalized, but in recent days Matteo Salvini the Italian Interior Minister wants to make cannabis illegal again. (Photo by Stefano Guidi/LightRocket via Getty Images)
NEXT
PREV
কনৌজ: মেথি মনে করে গাঁজা রান্না করে খেল উত্তরপ্রদেশের কনৌজের মিয়াগঞ্জ জেলার একটি পরিবার। গাঁজা খাওয়ার পর সেই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করতে হয়। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর পুলিশে খবর দেওয়া হয়। এরপর গোটা ঘটনা প্রকাশ্যে আসে।
পুলিশ সূত্রে খবর, গত শনিবার নীতীশ নামে এক ব্যক্তিকে মেথি বলে বিক্রি করেন স্থানীয় এক সবজি বিক্রেতা। কেনার সময় সেটি মেথি না গাঁজা, তা বুঝতে পারেননি নীতীশ। তিনি বাড়ি ফিরে বৌদি পিঙ্কির হাতে প্যাকেটটি তুলে দেন। বিকেল চারটে নাগাদ সেই গাঁজা রান্না করেন পিঙ্কি। এরপর বিকেল পাঁচটা নাগাদ পরিবারের ৬ জন সদস্য সেটি খান। কিছুক্ষণ পরেই তাঁদের শরীর খারাপ লাগতে থাকে। তাঁরা প্রতিবেশীদের খবর দেন। তবে চিকিৎসক আসার আগেই তাঁরা অজ্ঞান হয়ে যান।
পুলিশকর্মীরা এই ঘটনার তদন্ত শুরু করার পর একটি কড়াইয়ে ‘গাঁজা সবজি’ দেখতে পান। এছাড়া প্যাকেটে রান্না না করা গাঁজাও খুঁজে পান তদন্তকারীরা। তাঁরা ওই সবজি বিক্রেতাকে আটক করেন। জেরার মুখে তিনি জানান, মজার ছলেই মেথির বদলে গাঁজা দেন। কিন্তু তদন্তকারীরা এই সাফাইয়ে সন্তুষ্ট হননি। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে এ বছরের মে মাসে চেন্নাইয়ে বাড়ি বাড়ি খাবার সরবরাহ করার আড়ালে গাঁজা বিক্রি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান পুলিশকর্মীরা। সেই অভিযানেই ধরা পড়েন ওই যুবক।
পুলিশ সূত্রে খবর, গত শনিবার নীতীশ নামে এক ব্যক্তিকে মেথি বলে বিক্রি করেন স্থানীয় এক সবজি বিক্রেতা। কেনার সময় সেটি মেথি না গাঁজা, তা বুঝতে পারেননি নীতীশ। তিনি বাড়ি ফিরে বৌদি পিঙ্কির হাতে প্যাকেটটি তুলে দেন। বিকেল চারটে নাগাদ সেই গাঁজা রান্না করেন পিঙ্কি। এরপর বিকেল পাঁচটা নাগাদ পরিবারের ৬ জন সদস্য সেটি খান। কিছুক্ষণ পরেই তাঁদের শরীর খারাপ লাগতে থাকে। তাঁরা প্রতিবেশীদের খবর দেন। তবে চিকিৎসক আসার আগেই তাঁরা অজ্ঞান হয়ে যান।
পুলিশকর্মীরা এই ঘটনার তদন্ত শুরু করার পর একটি কড়াইয়ে ‘গাঁজা সবজি’ দেখতে পান। এছাড়া প্যাকেটে রান্না না করা গাঁজাও খুঁজে পান তদন্তকারীরা। তাঁরা ওই সবজি বিক্রেতাকে আটক করেন। জেরার মুখে তিনি জানান, মজার ছলেই মেথির বদলে গাঁজা দেন। কিন্তু তদন্তকারীরা এই সাফাইয়ে সন্তুষ্ট হননি। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে এ বছরের মে মাসে চেন্নাইয়ে বাড়ি বাড়ি খাবার সরবরাহ করার আড়ালে গাঁজা বিক্রি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান পুলিশকর্মীরা। সেই অভিযানেই ধরা পড়েন ওই যুবক।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -