শহরের আগে দলের মুসলিম নেতাদের নাম বদলাক বিজেপি, কটাক্ষ উত্তরপ্রদেশের মন্ত্রীর
Web Desk, ABP Ananda | 11 Nov 2018 07:32 PM (IST)
নয়াদিল্লি: বিভিন্ন শহরের নাম বদল নিয়ে বিজেপি-কে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভড়। জোটসঙ্গী সুহেলদেব বহুজন সমাজ পার্টির (এসবিএসপি) এই নেতা বলেছেন, ‘বিজেপি বলছে মোঘলদের নামে শহরগুলির নামকরণ করা হয়েছে। বিজেপি-র জাতীয় মুখপাত্র শাহনওয়াজ হুসেন, কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারেরও রাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন মহসিন রাজা। প্রথমে এই তিনজনের নাম বদলাক বিজেপি।’ রাজভড় আরও বলেছেন, ‘জিটি রোডও বানিয়েছিলেন একজন মুসলিম রাজা। তাই এই রাস্তাটি ভেঙে ফেলা উচিত। কারণ, এই রাস্তাটি তৈরি করেছিলেন শের শাহ সুরি। লোকজনকে কেন সেই রাস্তা ব্যবহার করতে দেওয়া হবে? দিল্লির লালকেল্লা, তাজমহল কারা বানিয়েছিল?’ সম্প্রতি ইলাহাবাদ শহরের নাম বদলে করা হয়েছে প্রয়াগরাজ। কালীপুজোর দিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, ফৈজাবাদ জেলার নাম বদলে করা হচ্ছে অযোধ্যা। বিজেপি নেতারা দেশের আরও অনেক শহরের নাম বদলের দাবি তুলেছেন। বিরোধী দলগুলির নেতারা নাম বদল নিয়ে বিজেপি-র সমালোচনায় সরব। এবার শরিক দলের নেতাও নাম বদল নিয়ে বিজেপি-কে তোপ দাগলেন। এ বিষয়ে সংবাদসংস্থা পিটিআই-কে রাজভড় বলেছেন, ‘জেলার নাম বদলের কোনও মানে নেই। বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টি ও কংগ্রেস যে কাজ করেছিল, সেটাই করছে বিজেপি। এর মধ্যে নতুন কিছু নেই।’ উত্তরপ্রদেশের বিজেপি মুখপাত্র মণীশ শুক্ল বলেছেন, মন্ত্রী হিসেবে মতপ্রকাশ করতেই পারেন রাজভড়। তবে তাঁর এই ধরনের মন্তব্য করা উচিত নয়। ফৈজাবাদ ও ইলাহাবাদের নাম বদলও ঠিক কাজ হয়েছে বলেই দাবি করেছেন শুক্ল।