সিকর: পেট্রল-ডিজেলের দাম বাড়ায় যদি পকেটে টান পড়লে কম জ্বালানি খরচ করা উচিত। এমনই পরামর্শ দিলেন রাজস্থানের মন্ত্রী রাজকুমার রিনওয়া। তিনি বলেছেন, ‘অপরিশোধিত তেলের দাম যখন চড়ছে, তখন লোকজন কেন জ্বালানির খরচ ও ব্যবহার কমাতে পারবেন না'।
মন্ত্রী আরও বলেছেন, কোনও সামগ্রীর দাম বাড়লে যে কোনও দেশেই সেটির ব্যবহার কমতে শুরু করে।
তিনি বলেছেন, পেট্রলের দাম সরকারের হাতে নেই। আন্তর্জাতিক বাজারে ভিত্তিতেই দাম নির্ধারিত হয়।
গত রবিবারই রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে পেট্রল ও ডিজেলে ভ্যাট ৪ শতাংশ কমানোর কথা ঘোষণা করেছেন। এতে রাজ্যে পেট্রল ও ডিজেলের দাম লিটারে আড়াই টাকা করে কমবে।
এদিকে, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২০ টি রাজনৈতিক দল পথে নেমেছে।
দাম বেশি হলে জ্বালানির খরচ কমালেই তো হয়, বললেন রাজস্থানের মন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Sep 2018 04:25 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -