Uttar Pradesh Crime: ২০০ টাকা ধার দিতে রাজি না হওয়ায় উত্তরপ্রদেশে এক ব্যক্তিকে গুলি করে খুন, পলাতক অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Nov 2020 07:07 PM (IST)
Uttar Pradesh Police: অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত বলে জানা গিয়েছে।
আলিগড়: ২০০ টাকা ধার দিতে রাজি না হওয়ায় গুলি করে খুন করা হল এক ব্যক্তিকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আলিগড়ের পুলিশ সুপার অভিষেক কুমার জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম আনসার আহমেদ। সিভিল লাইনস থানা এলাকার শামসাদ মার্কেট অঞ্চলে তাঁর একটি টায়ার সারানোর দোকান রয়েছে। গতকাল তাঁর কাছ থেকে মোটরসাইকেল ধার চায় আসিফ নামে এক ব্যক্তি। সে মাদকাসক্ত বলে জানা গিয়েছে। তাকে মোটরসাইকেল ধার দিতে রাজি হননি আনসার। তখনকার মতো চলে গেলেও, পরে ফের আনসারের দোকানে গিয়ে ২০০ টাকা ধার চায় আসিফ। এবারও তার অনুরোধ প্রত্যাখ্যান করেন আনসার। সঙ্গে সঙ্গে পকেট থেকে দেশী পিস্তল বের করে গুলি চালিয়ে দেয় আসিফ। আনসারের মাথায় গুলি লাগে। এভাবে প্রকাশ্যে খুন করে আনসারের দোকানের সামনে রাখা একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় আসিফ।