নয়াদিল্লি: দু’বছর বিলম্বের পর অবশেষে প্রকাশিত হল ২০১৭ সালের বার্ষিক অপরাধের রিপোর্ট। এই রিপোর্টে জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরো জানিয়েছে, দেশজুড়ে তফশিলিদের উপর হামলা বেড়েছে। মহিলাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে উত্তরপ্রদেশে। সংঘর্ষের ঘটনা সবচেয়ে বেশি বিহারে। দেশজুড়ে অপহরণও বেড়েছে ৯ শতাংশের বেশি।

জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালে সারা দেশে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ছিল ৩,৫৯,৮৪৯টি। এর মধ্যে শুধু উত্তরপ্রদেশেই ৫৬,০১১টি ঘটনা ঘটে। মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ছিল যথাক্রমে ৩১,৯৭৯ ও ৩০,০০২টি। ২৭.৯ শতাংশ ক্ষেত্রে মহিলাদের উপর স্বামী ও আত্মীয়রা অত্যাচার চালিয়েছেন। শ্লীলতাহানির ঘটনা ২১.৭ শতাংশ। অপহরণ ২০.৫ শতাংশ এবং ধর্ষণ ও যৌন নির্যাতন ৭ শতাংশ।

সারা দেশে সংঘর্ষের ঘটনা ৫৮,৮৮০টি। বিহারে সর্বাধিক ১১,৬৯৮টি সংঘর্ষের ঘটনা ঘটে। সাম্প্রদায়িক ও গোষ্ঠী সংঘর্ষের সংখ্যা ছিল যথাক্রমে ৭২৩ ও ১৮৩টি। জাতিগত কারণে সংঘর্ষ হয় ৮০৫টি এবং রাজনৈতিক সংঘর্ষের সংখ্যা ১,৯০৯।

২০১৬ সালে সারা দেশে তফশিলি জাতিভুক্তদের উপর হামলার ঘটনা ছিল ৫,০৮২টি। ২০১৭ সালে এই হামলা বেড়ে হয় ৫,৭৭৫টি। তফশিলি উপজাতিভুক্ত ব্যক্তিদের উপর হামলার ঘটনা অবশ্য ২০১৬ সালের তুলনায় কমেছে।

ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালে সারা দেশে ৮৮,০০৮টি অপহরণের ঘটনা ঘটলেও, ২০১৭ সালে অপহরণ বেড়ে হয় ৯৫,৮৯৩টি। ৬৩,৩৪৯ জন নাবালক নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে ২০,৫৫৫ জন ছেলে, ৪২,৬৯১ জন মেয়ে ও ১০৩ জন রূপান্তরকামী।

এই প্রথম ভুয়ো খবর ও গুজব সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরো। রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি গুজব ও ভুয়ো খবর রটেছে মধ্যপ্রদেশে (১৩৮)।