নয়াদিল্লি: উত্তরাখণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি বিধায়ক পুষ্কর সিংহ ধামি। দলের পরিষদীয় দলের বৈঠকে দুইবারের এই বিধায়ককে মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নেওয়া হয়েছে।
নির্ধারিত সূচী অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর ও অন্যান্য কেন্দ্রীয় বিজেপি নেতারা উত্তরাখণ্ডের দেহরাদূনে দলের রাজ্য দফতরে আসেন। নতুন নেতা নির্বাচনের জন্য তাঁরা পরিষদীয় দলের বৈঠকে যোগ দেন।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুষ্কর সিংহ ধামি বলেছেন, দল মুখ্যমন্ত্রী পদের জন্য তাঁকে বেছে নেওয়ায় তিনি খুশি এবং রাজ্যের উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন।
উধম সিংহ নগর জেলার খাটিমা বিধানসভা আসন থেকে উত্তরাখণ্ডের বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে আর যাঁদের নাম ছিল, তাঁদের থেকে এগিয়েছিলেন পুষ্কর সিংহ ধামি। তাৎপর্যপূর্ণভাবে তিনি এর আগে রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন না। মন্ত্রী পদে কাজের অভিজ্ঞতা ছাড়াই তাঁকে মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নিল বিজেপি। বিজেপির যুব শাখার রাজ্য সভাপতি হিসেবে ধামি দলের প্রতি নিষ্ঠার বিষয়টি প্রমাণ করেছেন।
উল্লেখ্য, ত্রিবেন্দ্র সিংহ রাওয়াতকে সরিয়ে তীরথ সিংহ রাওয়াতের মুখ্যমন্ত্রী হওয়ার চার মাস পরেই উত্তরাখণ্ডে নতুন করে রাজনৈতিক সংকট দেখা যায়। গত শুক্রবার তিরথ সিংহ সাংবিধানিক বাধ্যবাধকতার কারণ দেখিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন।করোনা পরিস্থিতিতে রাজ্যে উপনির্বাচন আয়োজন করা যাবে না। এই কারণ দেখিয়েই তিনি ইস্তফা দিয়েছিলেন।
তিরথ সিংহ রাওয়াত বলেছেন, আমি রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছি। সাংবিধানিক সংকটের পরিপ্রেক্ষিতে ইস্তফা দেওয়াটাই আমি উচিত মনে করেছি।আমি দলের কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ। কারণ, তাঁরা আমাকে এতদিন পর্যন্ত সুযোগ দিয়েছেন।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে পুষ্কর সিংহ ধামি আগামীকাল রবিবার শপথ নেবেন বলে জানা গিয়েছে। পরিষদীয় দলের বৈঠকে ধামিকে নেতা হিসেবে বেছে নেওয়ার পর বিজেপি নেতারা দেহরাদূনে রাজ্যপাল বেবি রানি মৌর্য্যর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। এরপর জানানো হয় যে, আগামীকাল মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন পুষ্কর সিংহ ধামি।