নয়াদিল্লি: পাকিস্তানে জঙ্গিঘাঁটিতে বায়ুসেনার আক্রমণ নিয়ে প্রশ্ন তোলায় ফেসবুক পোস্টে কেন্দ্রীয় সরকারের সমালোচকদের তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিংহ। তাঁর দাবি, দেশের মানুষ সন্ত্রাসবাদীদের নিকেশ করার জন্য ইজরায়েলের পথে হাঁটার পক্ষে। কিন্তু বিরোধীদের জন্য সেটা সম্ভব হচ্ছে না। ইজরায়েলের মানুষ ‘অপারেশন মিউনিখ’ নিয়ে প্রশ্ন তোলেন না এবং সেনাবাহিনীকে অপমান করেন না, যেটা ভারতে হয়।
এই ফেসবুক পোস্টে বিরোধী দলগুলির নেতা-নেত্রী, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতা-কর্মী, সামাজিক আন্দোলনকারী ও সংবাদমাধ্যমকে একযোগে আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, অবিলম্বে ইজরায়েলকে অনুসরণ করা উচিত ভারতের।