চেন্নাই: বাণিজ্যিক ক্ষেত্রে ফের চিনকে ধাক্কা ভারতের। বন্দে ভারত এক্সপ্রেসের ৪৪টি নতুন রেকের বরাত বাতিল করে দিল রেল। আগামী সপ্তাহে নতুন করে বরাত দেওয়া হবে। ‘মেক ইন ইন্ডিয়া’-কে গুরুত্ব দেওয়ার জন্যই পুরনো বরাত বাতিল করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বরাত সংক্রান্ত নিয়মেও বদল করা হচ্ছে। ‘মেক ইন ইন্ডিয়া’-র কথা মাথায় রেখেই নতুন করে বরাত দেওয়া হবে। এবার নিয়ম বদলে এমনই করা হচ্ছে, চিনের সংস্থাগুলির পক্ষে দরপত্র দেওয়া সম্ভব হবে না। এর আগে বন্দে ভারত এক্সপ্রেসের নতুন রেকের জন্য যে বরাত দেওয়া হয়েছিল, তাতে দরপত্র দিয়েছিল একটিমাত্র বিদেশি সংস্থা। সেই সংস্থাটি ছিল চিনের। সেই বরাতই বাতিল করে দেওয়া হয়েছে।
এর আগে বন্দে ভারত এক্সপ্রেসের ৪৪টি রেকের জন্য ‘গ্লোবাল টেন্ডার’ ডেকেছিল চেন্নাইয়ের ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরি। ভারতীয় রেলের আধিকারিকদের আশা ছিল, উন্নত দেশগুলির একাধিক সংস্থা দরপত্র দেবে। এর ফলে ট্রেনের গুণগত মান বাড়বে। কিন্তু চিন ছাড়া অন্য কোনও দেশের সংস্থাই দরপত্র জমা দেয়নি। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘাতের পরিপ্রেক্ষিতে চিনকে শিক্ষা দেওয়ার জন্যই দরপত্র বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
এখন দেশে দু’টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। ২০১৯-এর ১৫ ফেব্রুয়ারি প্রথম ট্রেনটি চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ট্রেনটি নয়াদিল্লি থেকে বারাণসী পর্যন্ত যায়। দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসটি চলছে নয়াদিল্লি-কাটরা রুটে। দু’টি ট্রেনই ১০০ শতাংশ ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে তৈরি।
দরপত্র দিয়েছিল চিনের একটি সংস্থা, বাতিল বন্দে ভারত এক্সপ্রেসের ৪৪টি রেকের বরাত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Aug 2020 02:11 PM (IST)
এর আগে বন্দে ভারত এক্সপ্রেসের ৪৪টি রেকের জন্য ‘গ্লোবাল টেন্ডার’ ডেকেছিল চেন্নাইয়ের ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরি।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -