দেখুন সেই ভিডিও
১৯৮৯-এ মুক্তি পায় সুভাষ ঘাইয়ের ওই ছবি। মাধুরী, অনিল, জ্যাকি ছাড়াও ছিলেন ডিম্পল কাপাডিয়া, রাখী ও অনুপম খের। রাম লক্ষ্মণ দুই ভাইয়ের গল্প, দুজনই পুলিশ। কিন্তু একজন সৎ, অন্যজন টাকার জন্য সাহায্য করে স্মাগলারদের।
সুভাষ ঘাইও রাম লক্ষ্মণ-এর ৩০ বছর উপলক্ষ্যে পোস্ট করেছেন জ্যাকি ও মাধুরীর সঙ্গে ছবি।
মাধুরীর সঙ্গে তাঁর নাচের ভিডিও শেয়ার করে অনিল লিখেছেন, রাম লক্ষ্মণ-এর ৩০ বছর উদযাপন এমন অসামান্য সঙ্গী ছাড়া সম্ভবই হত না।
অনিল ও মাধুরীকে বড় পর্দায় আবার দেখা যাবে শিগগিরই, টোটাল ধামাল ছবিতে। ছবিটি মুক্তি পাবে ২২ ফেব্রুয়ারি।