নিঁখুত কৌশলে পাইথন কীভাবে শিকারকে বাগে আনল, সেই ঘটনা ধরা পড়েছে মহারাষ্ট্রের সেন্ট্রাল চান্দা ডিভিশনে একটি নজরদারি ক্যামেরায়। সেই ভিডিও ইন্টারনেটে ঘোরাফেরা করছে। বন আধিকারিক সুশান্ত নন্দা ওই ভিডিও ট্যুইটারে শেয়ার করেন। ফুটেজে দেখা গিয়েছে, একদল হরিন জলাশয়ে এসে জল পান করছে। কোনওরকম বিপদের আঁচ তারা পায়নি। হঠাত্ করেই কর্দমাক্ত জলাশয় থেকে ঝাঁপ দিয়ে একটি হরিণকে ধরে ফেলে কুণ্ডলীতে পাকিয়ে জলে টেনে নিয়ে যায় এক পাইথন। একেবারে সঠিক সময় বুঝে শিকারের ওপর বিদ্যুত্ গতিতে ঝাঁপিয়ে পড়ে ওই পাইথন।
ওই ভিডিও শেয়ার করে নন্দা লিখেছেন, শিকার ধরার সময় ওৎ পেতে বসে থাকার কৌশল নেয় পাইথন। সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে শিকারকে আঘাত করে। ৫০ মিলি সেকেন্ডের মধ্যেই শিকারকে কামড়ে ধরে (মানুষের চোখের পলক পড়তে সময় নেয় ২০০ মিলিসেকেন্ড)।
পাইথনের এই তীব্র গতি থেকে বিস্মিত অনেক নেটিজেনই। একজন লিখেছেন, পাইথন যে এতটা ক্ষিপ্রতা রয়েছে, তা জানা ছিল না। অন্য একজন লিখেছেন, আশ্চর্যজনক ও ভয়াবহ।