ভিডিওটি কোনও মরু এলাকায় তোলা বলেই মনে করা হচ্ছে। মীরক্যাটদের দল এগিয়ে আসতেই বিশাল ফনা তোলে গোখরোটি। মীরক্যাটরাও পাল্টা লড়াই চালায়। সরীসৃপ মীরক্যাটদের ছোবল মারার চেষ্টা চালিয়ে যায়। আত্মরক্ষার পাশাপাশি মীরক্যাটরা আক্রমণও চালায়। লড়াই চলতে থাকে। কিন্তু ভিডিও দেখে অনুমান যে, গোখরো শেষপর্যন্ত হার স্বীকার করে ওই জায়গা ছেড়ে চলে যায়।
সুশান্ত নন্দা ক্যাপশনে লিখেছেন, মীরক্যাট দল বনাম গোখরো। দারুণ সংঘাত।
ওই ভিডিওতে নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।
মীরক্যাট মুলত পতঙ্গভোজী, তবে সাপ, গিরগিটি বিছে, মাকড়সা, বিভিন্ন প্রানীর ডিম, ছোট পাখি এবং গাছপালাও এদের খাদ্যতালিকায় থাকে।