জব্বলপুর: ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের পর থেকেই রাম মন্দিরের দাবিতে অনশনে মধ্যপ্রদেশের জব্বলপুরের এক বৃদ্ধা। এখন তাঁর বয়স ৮৮ বছর। ২৮ বছর পরে আজ তাঁর স্বপ্নপূরণ হল।


আজ অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হল। তবে রাম মন্দির তৈরির কাজ শুরু হলেও, এখনই অনশন ভঙ্গ করছেন না ঊর্মিলা চতুর্বেদী নামে এই মহিলা। তিনি জানিয়েছেন, ‘মন্দির তৈরি হচ্ছে। এতে আমি খুব খুশি। আমি যদি এই অনুষ্ঠানে যোগ দিতে পারতাম, তাহলে আরও ভাল হত। পরিবারের লোকজন বলেছেন, তাঁরা আমাকে পরে অযোধ্যা নিয়ে যাবেন। আমি অযোধ্যা যাওয়ার জন্য এক মন্ত্রীর সঙ্গে কথাও বলেছিলাম। তিনি আমাকে জানান, আমন্ত্রিতদের তালিকা তৈরি হয়ে গিয়েছে। ফলে আমাকে পরেই অযোধ্যা যেতে হবে।’