কেরল: পরনে স্কুলের ইউনিফর্ম। দুধ সাদা শার্ট। গাঢ় নীল স্কার্ট। পিঠে ব্যাগ চাপিয়ে ঘোরসওয়ার হয়ে মেয়ে চলল বোর্ডের পরীক্ষা দিতে। না, কোনও সিনেমার দৃশ্য নয়। এটা বাস্তবের ছবি। রূপোলি পর্দার চিত্রনাট্যের মতো ঘটনা ঘটিয়ে ওয়েব দুনিয়াকে বিস্মিত করেছে কেরলের মাধ্যমিক পরীক্ষার্থী।
নাম সি এন কৃষ্ণা। এবারই সিবিএসসি বোর্ডের পরীক্ষা দিয়েছে সে। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল ঘোড়ার পিঠে সওয়ার হয়ে স্কুলে যাবে। শেষে সেই স্বপ্নটা পূরণ হল বোর্ডের শেষ পরীক্ষার দিন। স্কুল কর্তৃপক্ষ সম্মতি দিয়েছিল। ব্যস, আর কী, বোর্ডের পরীক্ষা দিতে পোষ্য ঘোড়া জাহ্নবীকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে হাজির কৃষ্ণা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল।
কৃষ্ণা সেই অভূতপূর্ব অভিজ্ঞতা জানাতে গিয়ে বলছে, “পরীক্ষা নিয়ে একটুও চিন্তা হচ্ছিল না। তবে ঘোড়সওয়ার নিয়ে একটু চিন্তিত ছিলাম।” কৃষ্ণার মা ইন্দু দেবী বলছেন, “মেয়ে ছোট বেলা থেকেই পশুপ্রেমী। ও যখন ক্লাস এইটে পড়ে তখনই মেয়েকে একটি অশ্বশাবক এনে দিয়েছিলাম। ও খুব তাড়াতাড়িই ঘোড়সওয়ারি শিখেছে।”
মেয়ের ১৫ বছরের জন্মদিনে রানা নামের একটি পুরুষ ঘোড়া কৃষ্ণাকে উপহার দেয় তার পরিবার। যদিও পরে, মেয়ে পুরুষ ঘোড়া সামলাতে পারবে না এই আশঙ্কা থেকেই জাহ্নবী নামের একটি মেয়ে ঘোড়া এনে দেওয়া হয়েছে কৃষ্ণাকে। সেই ঘোড়া চেপেই ২৯ মার্চ বোর্ডের শেষ পরীক্ষা দিতে যায় সে।