এবিপি আনন্দ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টির পরিবর্তে আরও ওয়ানডে ম্যাচের প্রয়োজন ছিল! বিশাখাপত্তনমে সাংবাদিক সম্মেলনে কোনও রাখঢাক না করেই বিরাট বললেন, “আরও কয়েকটি ওয়ানডে খেলতে পারলে ভাল হত। সেটাই যুক্তিযুক্ত ও ঠিক হত। শুধু আমাদের জন্য নয়, দুই দলই তাতে উপকার পেত।”
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২টি টি-টোয়েন্টি ম্যাচ সহ ৫টি ওয়ানডে খেলবে ভারত। আগামীকাল বিশাখাপত্তনমে আনুষ্ঠানিক ভাবে শুরু হতে চলেছে সেই সিরিজ। দ্বিতীয় ম্যাচ হবে বুধবার, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। বিরাটের মতে, বিশ্বকাপের আগে এই ২টি টি-টোয়েন্টির বদলে একদিনের আন্তর্জাতিক খেললে তা দলের পক্ষে আরও ভাল হত।
এরপরই নিজেদের প্রস্তুতি নিয়ে ভারত অধিনায়ক বলেন, “আমাদের দলে ভারসাম্য আছে। মাথা ব্যথার কারণ হতে পারে, এমন কোনও জায়গাই আমি দেখছি না । গোটাটাই সাজানো রয়েছে।” এরপর নবাগত ক্রিকেটার মায়াঙ্ক মার্কন্ডের প্রশংসাও শোনা যায় তার মুখে। তবে মায়াঙ্কের অভিষেক নিয়ে সেভাবে কোনও কিছুই খোলসা করেননি বিরাট। শুধু বলেছেন, মায়াঙ্ক ভাল ক্রিকেট খেলেছে বলেই তাকে স্কোয়াডে রাখা হয়েছে।
একই সঙ্গে বিপক্ষের প্রতি সমীহভাবের কথাও শোনা গেল ভারত অধিনায়কের কথায়। যা একেবারেই দুর্লভ। অজি ক্রিকেটার মার্কাস স্টোইনিসকে নিয়ে মৃদু আশঙ্কিত হতে দেখা গেল ভারত অধিনায়ককে। বিরাটের কথায়, মার্কাস স্টোইনিসই একমাত্র অজি ক্রিকেটার, যিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বিরাট তাঁর বিবিএল পারফম্যান্সেরও তারিফ করেন। বিগ ব্যাশে স্টোইনিস পাঁচশোর ওপর রান করেছেন। গড় ছিল ৫৩.৩০। স্ট্রাইক রেটও ছিল একশো তিরিশের উপরে। যা টি-টোয়েন্টি ফরম্যাটে বিপক্ষের কাছে নিশ্চিত চিন্তার কারণ। এদিকে নিউজিল্যান্ড থেকে আবার টি-টোয়েন্টি সিরিজ হেরে এসেছে ভারত। অস্ট্রেলিয়ায় টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজ অধরাই থেকেছ। ফলাফল ছিল ১-১। এবার তার পুনরাবৃত্তি একেবারেই চায় না ভারতীয় ব্রিগেড। যা অস্ট্রেলিয়ায় সম্ভব হয়নি, তা ঘরের মাটিতে করে দেখাতে মরিয়া মেন ইন ব্লু।