তিরুঅনন্তপুরম: গলায় ১০ ফুট লম্বা ময়াল সাপের ফাঁস থেকে সহকর্মীদের তৎপরতায় রক্ষা পেলেন কেরলের এক প্রৌঢ় শ্রমিক। তাঁরা একটি জায়গায় কাজ করছিলেন। সেই সময় সাপটি ভুবনচন্দ্রন নায়ারের (৫৮) গলা জড়িয়ে ধরে। তবে তাঁর দুই সহকর্মী ছুটে গিয়ে সাপটিকে ধরে ফেলেন।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। সাপটিকে পরে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। বন দফতরের কর্মীরা সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দিয়েছেন। ভুবনচন্দ্রন সুস্থ আছেন বলেই জানা গিয়েছে।
আজ ফোকাস-এ(aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।