সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। সাপটিকে পরে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। বন দফতরের কর্মীরা সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দিয়েছেন। ভুবনচন্দ্রন সুস্থ আছেন বলেই জানা গিয়েছে। দেখুন, প্রৌঢ়র গলায় জড়িয়ে ১০ ফুট লম্বা ময়াল সাপ, উদ্ধার করলেন সহকর্মীরা
Web Desk, ABP Ananda | 17 Oct 2019 02:19 PM (IST)
সাপটিকে পরে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।
ছবি সৌজন্যে ট্যুইটার
তিরুঅনন্তপুরম: গলায় ১০ ফুট লম্বা ময়াল সাপের ফাঁস থেকে সহকর্মীদের তৎপরতায় রক্ষা পেলেন কেরলের এক প্রৌঢ় শ্রমিক। তাঁরা একটি জায়গায় কাজ করছিলেন। সেই সময় সাপটি ভুবনচন্দ্রন নায়ারের (৫৮) গলা জড়িয়ে ধরে। তবে তাঁর দুই সহকর্মী ছুটে গিয়ে সাপটিকে ধরে ফেলেন।