নাগপুর: এক বিতর্কিত মন্তব্যের পাল্টা আর এক আপত্তিকর মন্তব্য। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা সুবোধ সাভজি বিজেপি বিধায়ক রাম কদমের জিভ ছিঁড়ে আনতে পারলে ৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে বিতর্ক তৈরি করলেন।
গত সোমবার রাতে নিজের বিধানসভা ক্ষেত্রে ‘দহি হান্ডি’ অনুষ্ঠানে মেয়েদের সম্পর্কে রাম কদমের মন্তব্যের পাল্টা হিসেবে কংগ্রেস নেতা ওই পুরস্কারের ঘোষণা করেছেন। উল্লেখ্য, বিজেপি বিধায়ক তরুণদের বলেছিলেন যে, পছন্দের মেয়েটি যদি বিয়ের প্রস্তাবে রাজি না হয়, তাহলে তাঁকে বললে তিনি তাকে অপহরণ করে নিয়ে এসে হাতে তুলে দেবেন।
এর জবাবে সাভজি বলেছেন, ‘কেউ রাম কদমের জিভ ছিঁড়ে আনতে পারলে তাকে আমি পাঁচ লক্ষ টাকার পুরস্কার দেব। মেয়েদের অপহরণ করে আনা সংক্রান্ত মন্তব্যের তীব্র নিন্দা করছি’।



অন্যদিকে, রাম কদমের বিধায়ক পদ খারিজের দাবিতে সরব বিরোধীরা। বিরোধীদের দাবি, এক্ষেত্রে ক্ষমা চাইলেই পার পাওয়া যায় না।
রাজ্য বিধানসভার নেতা তথা কংগ্রেস নেতা রাধাকৃষ্ণ ভিখে-পাটিল রাম কদমের মন্তব্য সম্পর্কে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন।
এনসিপি মুখপাত্র নবাব মালিক বলেছেন, কদমের বিরুদ্ধে এফআইআর দায়ের না হওয়া পর্যন্ত ঘাটকোপার শহরতলিতে তাঁর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত থানার সামনে তাঁদের দল বিক্ষোভ চালিয়ে যাবে।