কলকাতা: প্রকাশিত হল এ বছরের মাধ্যমিকের ফল। সাংবাদিক বৈঠকে মাধ্যমিকের ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
তিনি জানালেন, ১৩৯ দিনের মাথায় ফলপ্রকাশ হয়েছে। ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছে। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ৬৭০ জন বেশি এবছর অর্থাৎ ১২.৭২ শতাংশ।
সাফল্যের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে। সাফল্যের হার ৯৬.৫৯ শতাংশ। তার পরে স্থান পশ্চিম মেদিনীপুর ও কলকাতার।  কলকাতায় পাসের হার ৯১.০৭ শতাংশ। যদিও  প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে নেই কলকাতার কোনও পড়ুয়া। প্রথম তিনে থাকা ৬ জনই জেলার। প্রথম দশে ৮৪ জন।

প্রথম
মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউশনের অরিত্র পাল
প্রাপ্ত নম্বর ৬৯৪

দ্বিতীয়
১. ওন্দা হাই স্কুলের সায়ন্তন গড়াই
প্রাপ্ত নম্বর ৬৯৩
২. কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনের অভীক দাস
প্রাপ্ত নম্বর ৬৯৩

তৃতীয়
১. কেন্দুয়া আইএইচআই হাইস্কুলের সৌম্য পাঠক
প্রাপ্ত নম্বর ৬৯০
২. ভবানী চক হাইস্কুলের দেবস্মিতা মহাপাত্র
প্রাপ্ত নম্বর ৬৯০
৩. রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের অরিত্র মাইতি
প্রাপ্ত নম্বর ৬৯০

চতুর্থ
বীরভূম জেলা স্কুলের অগ্নিভ সাহা
প্রাপ্ত নম্বর ৬৮৯

পঞ্চম
১. বংশীহারী হাইস্কুলের অঙ্কিত সরকার
প্রাপ্ত নম্বর ৬৮৮
২. বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের স্বস্তিক সরকার
প্রাপ্ত নম্বর ৬৮৮
৩. বিক্রমপুর আর ডি হাইস্কুলের রশ্মিতা সিংহ মহাপাত্র
প্রাপ্ত নম্বর ৬৮৮
৪. গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনের বিভাবসু মণ্ডল
প্রাপ্ত নম্বর ৬৮৮

Education Loan Information:

Calculate Education Loan EMI