নয়াদিল্লি: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকবিহ্বল প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহকর্মীর প্রয়াণে তিনি শোকাহত, এমনই প্রতিক্রিয়া আডবাণীর।
প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে নিজের সম্পর্কের স্মৃতিচারণা করে আডবাণী বলেছেন, ‘প্রণবদা এমন একজন মানুষ ছিলেন, যাঁর সঙ্গে আমার ছিল দীর্ঘদিনের সম্পর্ক’।
সোমবার সেনা হাসপাতালে ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন প্রণব মুখোপাধ্যায়।
প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করে আডবাণী বলেছেন, ‘আমি বয়সে বড় হলেও সাংসদ হিসেবে আমার চেয়ে এক বছরের সিনিয়র ছিলেন প্রণবদা। আমি ১৯৭০-এ সাংসদ হয়েছিলাম। প্রণবদা সাংসদ হয়েছিলেন ১৯৬৯-এ। মতাদর্শ আলাদা হলেও সাক্ষাতের প্রথম দিন থেকেই আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক গড়ে উঠেছিল’।
তীক্ষ্ণ ও বিশ্লেষক মানসিকতার জন্য পরিচিত ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তিনি সবসময়ই আলোচনার প্রয়োজনীয়তা ও বিভিন্ন মতাদর্শ, রাজনৈতিক প্রেক্ষাপট নির্বিশেষে মানুষের মধ্যে সহযোগিতায় বিশ্বাসী ছিলেন।
আডবাণী বলেছেন, ‘তাঁর নিজস্ব নমনীয় স্বভাব, সেইসঙ্গে জনজীবনে দীর্ঘ ও বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা তাঁকে এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে গড়়ে তুলেছিল, যিনি দলমত নির্বিশেষে সবারই শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছিলেন’।
আডবাণী বলেছেন, প্রণব মুখোপাধ্যায় তাঁর কাছে সহকর্মীর থেকে অনেক বেশি কিছু ছিলেন। তিনি বলেছেন, ‘আমরা জনজীবনের ভেতরে ও বাইরে একসঙ্গে বহু সময় কাটিয়েছি। আর সেই সম্পর্ক একসময় পারিবারিক সম্পর্ক হয়ে ওঠে। আমরা একসঙ্গে যে সব মধ্যাহ্নভোজ করেছি, সেগুলির স্মৃতি আমার হৃদয়ে অমলিন হয়ে থাকবে’।
আডবাণী বলেছেন, ‘প্রণবদা শেষ কয়েক সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু আমরা সবাই আশা করছিলাম যে, শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন। তাঁর মৃত্যু দেশের কাছে অপূরণীয় ক্ষতি। আমি আমার বন্ধুকে হারালাম। শর্মিষ্ঠা ও অভিজিৎকে আমার আন্তরিক সমবেদনা’।
মতাদর্শের পার্থক্য সত্ত্বেও একে অপরের প্রতি শ্রদ্ধার সম্পর্ক ছিল আমাদের, প্রণবের প্রয়াণে স্মৃতিচারণ আডবাণীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Aug 2020 10:22 PM (IST)
সোমবার সেনা হাসপাতালে ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন প্রণব মুখোপাধ্যায়।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -