কলকাতা: নিম্নচাপের জেরে টানা বৃষ্টি চলছেই। তবে আজ থেকেই কলকাতায় বৃষ্টি কমার সম্ভাবনা। তবে পুরুলিয়ায় প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি হয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায়। এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ উপকূলে তৈরি নিম্নচাপ এ রাজ্যের পশ্চিমভাগ হয়ে ক্রমশ ঝাড়খণ্ড, বিহারের দিকে সরে যাচ্ছে। ফলে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।


নিম্নচাপের বৃষ্টিতে জল থইথই কলকাতা। রাত থেকে দফায় দফায় ভারী বৃষ্টির জেরে শহরের বিভিন্ন জায়গায় জল জমেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ১৫৮ দশমিক ৮ মিলিমিটার। গতকাল রাত ১০টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত বেলগাছিয়ায় বৃষ্টির পরিমাণ ৪৫ মিলিমিটার, গড়িয়ায় বৃষ্টি হয়েছে ৪৪ মিলিমিটার। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নাগাড়ে বৃষ্টি চলছে। এর মধ্যে আজ সকাল থেকে দুর্গাপুর ব্যারাজ থেকে ৫১ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। বৃষ্টি বাড়লে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হলে পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলির একাংশ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। 


রাতভর বৃষ্টির জেলে কার্যত জলের তলায় গোটা শহর। রাস্তায় জল জমে যাওয়ায় ক্যামাক স্ট্রিটের কাছে এজেসি বোস রোডে আটকে পড়ে ইলেকট্রিক বাস। টানা বৃষ্টিতে জল জমেছে কলকাতা বিমানবন্দরের টারম্যাকের একাংশে। জল ঢুকেছে হ্যাঙ্গারেও। চাকা ডুবে যায় একাধিক বিমানের। ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। পাম্প করে জল বের করে দেওয়ার কাজ শুরু হয়েছে। 


জলমগ্ন কলেজ স্ট্রিট। বই পাড়ায় একাধিক দোকানে জল ঢুকেছে। ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা। নিজেরাই দোকান থেকে জল বের করার কাজ শুরু করেছেন। বরানগরে রাস্তা যেন নদী। জাল ফেলে চলল মাছ ধরা। বরানগরে প্রশান্তচন্দ্র মহলানবিশ কলেজের সামনে লেকের জল উপচে গোটা এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। অফিস পাড়া মিন্টো পার্কও জলমগ্ন। বেশ কিছু গাড়িতে জল ঢুকে যাওয়ায় সমস্যায় পড়েছেন সওয়ারিরা। প্রতিবার একই সমস্যা হয় বলে অভিযোগ স্থানীয়দের। 


কাঁকুড়গাছি এলাকায় রাস্তায় জল। চলছে সাঁতার কাটা। পাতিপুকুর আন্ডারপাসে ডুবে যায় বাস। লেকটাউন থেকে শ্যামবাজার যাওয়ার পথে, পাতিপুকুর আন্ডারপাসে 47B রুটের বাসের ভিতর জল ঢুকে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কোনওমতে বাস থেকে নেমে জল ঠেলে তাঁরা রাস্তায় ওঠেন। জল জমে যাওয়ায় পাতিপুকুর আন্ডারপাসের একদিকের লেন দিয়ে যান চলাচল করছে। 


রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে বিটি রোডে হাঁটু-সমান জল। খানাখন্দ বুঝতে না পেরে কাঠের খুঁটি ধরে কোনওমতে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। সকালেও সুকিয়া স্ট্রিটে কোমর-সমান জল। ম্যানহোলের মুখ খুলে জল নামানোর চেষ্টা করছেন পুরসভার কর্মীরা। প্লাস্টিক জমে যাওয়ায় এ ধরনের সমস্যা বাড়ছে বলে দাবি পুরসভার।