Corona LIVE Updates: কেন্দ্রীয় বাহিনীর করোনা পরীক্ষার সিদ্ধান্ত রাজ্যের
West Bengal Covid 19 2nd Wave LIV: E Updates: দেশে ফের রেকর্ড গড়ল করোনা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ লক্ষের অনেকটাই বেশি। এখনও পর্যন্ত একদিনের আক্রান্তের হিসেবে যা সবথেকে বেশি।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 16 Apr 2021 05:43 PM
প্রেক্ষাপট
কলকাতা: ঝড়ের গতিতে বাড়ছে করোনা ভাইরাস। লাফিয়ে লাফিয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যেও।দেশে ফের রেকর্ড গড়ল করোনা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ লক্ষের...More
কলকাতা: ঝড়ের গতিতে বাড়ছে করোনা ভাইরাস। লাফিয়ে লাফিয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যেও।দেশে ফের রেকর্ড গড়ল করোনা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ লক্ষের অনেকটাই বেশি। এখনও পর্যন্ত একদিনের আক্রান্তের হিসেবে যা সবথেকে বেশি।কমার নাম নেই । উল্টে বেড়েই চলেছে করোনার গ্রাফ। যা স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। কেন্দ্রের করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভ রোগী ধরা পড়েছে ২,১৭,৩৫৩ জন। মৃত্যু হয়েছে ১১৮৫ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,১৮,৩০২ জন ৷ সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৪২,৯১,৯১৭ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৬৯,৭৪৩ জন।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Corona LIVE Updates: দেশের আধা সামরিক বাহিনীতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
গত ১০ দিনের কোভিড পরিসংখ্যান বলছে, দেশের আধা সামরিক বাহিনীতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ৪ এপ্রিল সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ)-এ কোভিড রোগী ছিলেন ৫২২জন। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ২৯১৫তে। অর্থাৎ মোটের ওপর সংক্রমিতের সংখ্যা ৫গুণ।