Corona LIVE Updates: কেন্দ্রীয় বাহিনীর করোনা পরীক্ষার সিদ্ধান্ত রাজ্যের
West Bengal Covid 19 2nd Wave LIV: E Updates: দেশে ফের রেকর্ড গড়ল করোনা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ লক্ষের অনেকটাই বেশি। এখনও পর্যন্ত একদিনের আক্রান্তের হিসেবে যা সবথেকে বেশি।
গত ১০ দিনের কোভিড পরিসংখ্যান বলছে, দেশের আধা সামরিক বাহিনীতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ৪ এপ্রিল সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ)-এ কোভিড রোগী ছিলেন ৫২২জন। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ২৯১৫তে। অর্থাৎ মোটের ওপর সংক্রমিতের সংখ্যা ৫গুণ।
পুলিশ হাসপাতালগুলির একাংশ সেফ হোম, সিদ্ধান্ত রাজ্যের।
করোনা মোকাবিলায় সরকারি পরিকাঠামো ২০ শতাংশ বাড়ানো হবে, বেসরকারি পরিকাঠামো ২৫ শতাংশ বাড়ানো হবে, সিদ্ধান্ত রাজ্যের।
করোনা পরিস্থিতিতে রাজ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কেন্দ্রীয় বাহিনীর আরটিপিসিআর টেস্ট হবে।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি আরও ভয়াবহ। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। করোনার সঙ্গে লড়াই করতে হলে গণআন্দোলন দরকার। সাধারণ মানুষই ভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে বড় যোদ্ধা। ট্যুইট করে বললেন রাজ্যপাল জগগীপ ধনকড়।
ঝড়ের গতিতে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। করোনার দাপট রুখতে বড়সড় পদক্ষেপ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের। আগামী রবিবার সমগ্র উত্তরপ্রদেশে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার।
করোনা আক্রান্ত হয়ে নাগপুরের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল আরএসএস প্রধান মোহন ভাগবতকে।
ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা। এবার করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
প্রেক্ষাপট
কলকাতা: ঝড়ের গতিতে বাড়ছে করোনা ভাইরাস। লাফিয়ে লাফিয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যেও।
দেশে ফের রেকর্ড গড়ল করোনা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ লক্ষের অনেকটাই বেশি। এখনও পর্যন্ত একদিনের আক্রান্তের হিসেবে যা সবথেকে বেশি।
কমার নাম নেই । উল্টে বেড়েই চলেছে করোনার গ্রাফ। যা স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। কেন্দ্রের করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভ রোগী ধরা পড়েছে ২,১৭,৩৫৩ জন। মৃত্যু হয়েছে ১১৮৫ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,১৮,৩০২ জন ৷ সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৪২,৯১,৯১৭ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৬৯,৭৪৩ জন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -