WB Corona LIVE: রাজ্যে নিম্নমুখী করোনার সংক্রমণ, গত ১ দিনে আক্রান্ত ৪,৮৮৩ জন
West Bengal Coronavirus LIVE Updates:বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে ১ দিনে করোনা আক্রান্ত হয়েছে ৫, ২৭৪ জন। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪,৪২,৮৩০ জন।
রাজ্যে ক্রমশ কমছে সংক্রমণ। এবার পাঁচ হাজারেরও নিচে নেমে গেল করোনার দৈনিক সংক্রমণ। শুক্রবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্য়ে গত ১ দিনে করোনা সংক্রমিত হয়েছেন ৪,৮৮৩ জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৪,৪৮,১০৪ জন। ১১ জুনের হিসেব অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে করোনার অ্যাক্টিভ কেস ১৫,১৯২ জন।
করোনা আক্রান্ত রোগীদের নিজের বেতনের টাকা থেকে বাড়ি বাড়ি গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রাথমিক শিক্ষককে সম্মান। সংবর্ধনা দিলেন কালীঘাটের সমাজসেবী তন্ময় দত্ত ।
করোনার জের, মুখ থুবড়ে পড়েছে শক্তিগড়ের ল্যাংচা শিল্প। রাজ্যে বিধিনিষেধে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা মিষ্টির দোকান। চলছে আংশিক লকডাউন। প্রথম ১৫ দিনের বিধি নিষেধ পেরিয়ে ফের করোনা সংক্রমণ ঠেকাতে আরও ১৫দিনের বিধিনিষেধ তথা আংশিক লকডাউন বাড়ানে হয়েছে। কিন্তু করোনার এই দ্বিতীয় ঢেউয়ে রীতিমত ভেসে যাবার মুখে বর্ধমানের ঐতিহ্যশালী ল্যংচা শিল্প।
বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩৭ লক্ষ ৬৮ হাজার ৮৫৬ জনের। আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৪৭ লক্ষ ৫১ হাজার ৬৯৮।
দেশের করোনা-ছবি এখনও উদ্বেগের। টানা ৩ হাজারের বেশি একদিনে মৃত্যু। যদিও গত চারদিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষের নীচে। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছুঁইছুঁই।
করোনার জের, মুখ থুবড়ে পড়েছে শক্তিগড়ের ল্যাংচা শিল্প। করোনার দ্বিতীয় ঢেউ রুখতে বিধিনিষেধের জেরে রীতিমত ভেসে যাবার মুখে বর্ধমানের ঐতিহ্যশালী ল্যংচা শিল্প। কয়েকদিন আগেই শক্তিগড়ে ২ নং জাতীয় সড়কের ধারে ল্যাংচার দোকানগুলেতে দাড়িতে থাকতো সারি সারি ছোটো গাড়ি,সরকারি ও টুরিস্ট বাস।কিন্তু করোনার জেরে রাজ্যে বিধিনিষেধ জারি হওয়ায় হাতে গোনা কয়েকটি ছোটো গাড়ি দাঁড়ালেও দেখা নেই বাসের। জমজমাট শক্তিগড়ের চেনা ছবি কার্যত শূন্যতায় পরিনত হয়েছে।
ডিসেম্বরের মধ্যে ১৯ টি সংস্থা এদেশে করোনা ভ্যাকসিন তৈরির কাজ শুরু করে দেবে, জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। করোনা অতিমারী মোকাবিলায় কেন্দ্রের প্রস্তুতির ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
করোনা রোগীদের একঘেয়েমি কাটাতে ও মনোবল বাড়াতে কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অভিনব উদ্যোগ। কোভিড ওয়ার্ডে পিপিই পরে গানের তালে নাচলেন স্বাস্থ্যকর্মীরা। রোগীদের আনন্দ দিতে তাতে সামিল হলেন খোদ সহকারী সুপার!
দেশে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমল। গতকাল বিহারে মৃত্যুর তথ্য নথিভুক্ত করার আচমকাই বেড়ে গিয়েছিল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন। এই নিয়ে গত চারদিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষের নীচে রইল। একদিনে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৪০৩।
কার্যত লকডাউনে প্রায় মাসখানেক বন্ধ থাকার পর বৃহস্পতিবার ফের খোলে নদিয়ার শান্তিপুরের তাঁতের হাট! তবে, বিক্রি নামমাত্র। বাস-ট্রেন আগের মতো চলতে শুরু না করলে, ব্যবসা আগের ছন্দে ফেরা কঠিন বলে মত ব্যবসায়ীদের।
প্রেক্ষাপট
রাজ্যে করোনা সংক্রমণ আপাতত কিছুটা নিয়ন্ত্রণে। স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অন্তত এমনটাই বলছে। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে ১ দিনে করোনা আক্রান্ত হয়েছে ৫, ২৭৪ জন। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪,৪২,৮৩০ জন।
১০ জুনের হিসেব অনুযায়ী রাজ্যে করোনা সংক্রমণের অ্যাক্টিভ কেস ১৪,৭১৯ জন। এর পাশাপাশি মৃত্যুর হারও কমেছে রাজ্যে। স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৮৭ জন। এই নিয়ে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১৬,৬৪২ জনের।
পাশাপাশি রাজ্যে সুস্থতার হারও বেড়েছে। হিসেব অনুযায়ী একদিনে করোনামুক্ত হয়েছেন ৫,১৭০ জন। এই নিয়ে রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন মোট ১৪,১৬,৭৪৩ জন।
করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই প্রত্য়ক্ষ করে ফেলেছে দেশ। আর এবার করোনার তৃতীয় তরঙ্গ আছড়ে পড়ার আগে সতর্কতা উত্তর ২৪ পরগণা জেলার স্বাস্থ্য দফতর। বারাসাত সদর হাসপাতালে শিশুদের জন্য তৈরি হচ্ছে ৪০টি বেড। ইতিমধ্যেই চালু হচ্ছে করোনা আক্রান্তদের জন্য ৩০০ টি বেড। উল্লেখ্য, এই উত্তর ২৪ পরগণাতেই করোনা সংক্রমিত এবং মৃতের সংখ্যা সার্বাধিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -