WB Corona LIVE: গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৮১ জন

Get Latest West Bengal Coronavirus Live Updates:দৈনিক সংক্রমণে কলকাতাকে আগেই টপকে গেছিল উত্তর ২৪ পরগনা। বুধবার এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রথমবার চার হাজার পার করল।গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৯ জন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 13 May 2021 08:13 PM
West Bengal Corona LIVE: গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৮১ জন

গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৮১ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যে করোনামুক্তির হার পৌঁছে গেল ৮৬.৬৮ শতাংশে।

WB Corona LIVE: রাজ্যে দৈনিক সংক্রমণ ২১ হাজার ছুঁইছুঁই

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৮৩৯ জন। এই সময়পর্বে মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ১২৯ জন রাজ্যবাসীর।

West Bengal Corona LIVE: দ্বিতীয় ডোজও নিয়ে চূড়ান্ত হয়রানির অভিযোগ

ভ্যাকসিনের প্রথম ডোজ বন্ধ। দ্বিতীয় ডোজও নিয়ে চূড়ান্ত হয়রানির শিকার গ্রাহকরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পাননি পাণ্ডবেশ্বরের শতাধিক গ্রাহক। রানিগঞ্জেও অব্যবস্থার অভিযোগ। বারাসাতে ফের ভ্যাকসিন লাইনে বিশৃঙ্খলা ঘিরে উত্তেজনা ছড়ায়।

WB Corona LIVE: করোনা আক্রান্তের দেহ উদ্ধারে দেরির অভিযোগ ধূপগুড়ি ও বালুরঘাটে

ঘণ্টার পর ঘণ্টা বাড়িতেই পড়ে মৃতদেহ। দেহ উদ্ধারে দেরির অভিযোগ জলপাইগুড়ির ধূপগুড়ি ও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। দু’জায়গাতেই পুরসভার দাবি, তাদের দেরি করে খবর দিয়েছে পরিবার।

West Bengal Corona LIVE: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে অক্সিজেনের সঙ্কট

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে অক্সিজেনের সঙ্কট। করোনা আক্রান্ত পরিজনদের দাবি, অক্সিজেন না থাকায়, বাইরে থেকে তাঁদের সিলিন্ডার কিনতে হয়েছে। সমস্যার কথা স্বীকার করেছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষও। এদিকে, প্রায় ১২ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় হাসপাতালে।

WB Corona LIVE: রেমডেসিভিরের কালোবাজারির অভিযোগ, গ্রেফতার ৩

রেমডেসিভিরের কালোবাজারির অভিযোগ, গ্রেফতার ৩। ১৮ মে পর্যন্ত ধৃত তিনজনের পুলিশ হেফাজত। পুলিশি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। ধৃতদের কাছ থেকে উদ্ধার ১৩২ ভায়াল রেমডেসিভির। 

West Bengal Corona LIVE: আগামী সপ্তাহ থেকেই ভারতে ‘স্পুটনিক ভি’র টিকাকরণ

আগামী সপ্তাহ থেকেই ভারতে ‘স্পুটনিক ভি’র টিকাকরণ। জুলাই থেকে ভারতেই শুরু হবে ‘স্পুটনিক ভি’-র উৎপাদন। হু এবং এফডিএ অনুমোদিত অন্যান্য ভ্যাকসিন আমদানিতেও সম্মতি। 

WB Corona LIVE: বারাসাত সদর হাসপাতালে তৈরি হতে চলেছে অক্সিজেন প্ল্যান্ট

করোনা-সঙ্কটে বাড়ছে অক্সিজেনের চাহিদা। সঙ্কট মেটাতে এবার উত্তর ২৪ পরগনার বারাসাত সদর হাসপাতালে তৈরি হতে চলেছে অক্সিজেন প্ল্যান্ট। প্রাথমিক পর্যায়ের কাজ শেষ। খুব তাড়াতাড়ি চালু করা হবে অক্সিজেন প্ল্যান্ট। এখানে অক্সিজেন প্ল্যান্ট তৈরি হলে আশপাশের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহের সুবিধা হবে বলে আশাবাদী বারাসাত সদর হাসপাতালের সুপার।

West Bengal Corona LIVE: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত রাজ্যে মরণোত্তর দেহদানের পথিকৃত্‍ ব্রজ রায়

রাজ্যে মরণোত্তর দেহদানের পথিকৃত্‍ ব্রজ রায়ের প্রয়াণ। করোনা আক্রান্ত হয়ে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মৃত্যু।মরণোত্তর দেহদান আন্দোলনকে জোরদার করতে গড়েছিলেন ‘গণদর্পণ’।‘করোনা- সংক্রান্ত গবেষণায় তাঁর দেহ ব্যবহার করা হোক’।রাজ্যের স্বাস্থ্য দফতরকে আবেদন গণদর্পনের তরফে ।

WB Corona LIVE: করোনা আবহে কাটোয়া হাসপাতালের হেমরাজ ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট

 


বেলাগাম করোনা সংক্রমণ। দিকে দিকে ভ্যাকসিন-অক্সিজেনের জন্য হাহাকার।আর তার মাঝেই এবার রক্তের সঙ্কট দেখা দিল কাটোয়া হাসপাতালের হেমরাজ ব্লাড ব্যাঙ্কে। কীভাবে জোগাড় হবে রক্ত? একরাশ উদ্বেগ ও উত্‍কণ্ঠায় রোগী ও তাঁদের আত্মীয় পরিজনরা।

WB Corona LIVE: করোনা আক্রান্ত হয়ে আবারও মৃত্যু হল এক পুলিশ কর্মীর

করোনা আক্রান্ত হয়ে আবারও মৃত্যু হল এক পুলিশ কর্মীর। কলকাতা পুলিশের ট্যুইটারে তাঁর মৃত্যু সংবাদ জানানো হয়েছে। মৃত দীপঙ্কর ভট্টাচার্য কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।


 

West Bengal Corona LIVE: বিহার, উত্তরপ্রদেশে নদীতে ভাসানো দেহের রাজ্যে ঢুকে পড়া আটকাতে তৎপর প্রশাসন

বিহার, উত্তরপ্রদেশে নদীতে ভাসানো দেহ ঝাড়খণ্ড হয়ে ভেসে আসছে মালদার দিকে। স্রোতের টানে দেহগুলি যাতে এ রাজ্যে ঢুকে না পড়ে, সেজন্য তৎপর প্রশাসন। তীর ধরে চলছে নজরদারি। গঙ্গাবক্ষে চলছে পেট্রোলিং। মানিকচকের গদাই চড়ে মৃতদেহ আটকাচ্ছে কি না, সেদিকেও নজর রাখা হচ্ছে।কোনও দেহ ভেসে এলে করোনা প্রটোকল মেনে তার সত্কার করা হবে বলে জানানো হয়েছে।

WB Corona LIVE: স্পেশাল ট্রেনে উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও

রেলকর্মীদের জন্য স্পেশাল ট্রেনে উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও।সরকারি-বেসরকারি সব স্বাস্থ্যকর্মীই উঠতে পারবেন স্পেশাল ট্রেনে।ট্রেনে ওঠার আগে স্বাস্থ্যকর্মীদের দেখাতে হবে পরিচয়পত্র।আনতে হবে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিপত্রও।হাওড়া-শিয়ালদা ডিভিশনের কাছে আবেদন করেছিল রাজ্য সরকার।সেই আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত ডিআরএমের

West Bengal Corona LIVE: রানিগঞ্জ ব্লক হাসপাতালেও ভ্যাকসিন-হয়রানির ছবি

প্রথম ডোজ অমিল। রানিগঞ্জ ব্লক হাসপাতালেও ভ্যাকসিন-হয়রানির ছবি। রাত থেকে লম্বা লাইন। অভিযোগ, দ্বিতীয় ডোজ নেওয়ার সময়সীমা পেরিয়ে গিয়েছে, তারপরও অমিল ভ্যাকসিন। পাশাপাশি, ঘুরপথে অনেকেই ভ্যাকসিন পাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। বেনিয়মের অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

WB Corona LIVE: বেড সঙ্কট মেটাতে এবার কোভিড হাসপাতাল গড়ার প্রাথমিক সিদ্ধান্ত কলকাতা পুরসভার

করোনা আবহে বেড সঙ্কট মেটাতে এবার কোভিড হাসপাতাল গড়ার প্রাথমিক সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। মুক্তারাম বাবু স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিভাগের একটি ভবন রয়েছে। সেখানেই তৈরি হবে ৭৫ বেডের কোভিড হাসপাতাল। এদিন ওই ভবন পরিদর্শন করেন কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক ও পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ। এই ভবনে হাসপাতাল গড়ে তোলার মতো পরিকাঠামো রয়েছে বলে তিনি জানিয়েছেন। চিকিত্সা পরিষেবার জন্য সরকারি-বেসরকারি সহযোগিতা চাওয়া হবে। ইতিমধ্যেই ন্যাশনাল মেডিক্যাল ও আরজি কর হাসপাতালের সঙ্গে কথা হয়েছে বলে তৃণমূল বিধায়ক জানিয়েছেন।

WB Corona LIVE: বিভিন্ন এলাকা স্যানিটাইজের কাজে এবার কলকাতা পুরসভার পাশে দমকল

করোনা মোকাবিলায় এবার কলকাতা পুরসভার পাশে দমকলও। ইঞ্জিন, ল্যাডার, হোস পাইপ-সহ বিভিন্ন সরঞ্জাম ও পরিকাঠামো থাকায়, কলকাতার বিভিন্ন এলাকা স্যানিটাইজ করবেন দমকল কর্মীরা। স্থানীয় এলাকার পাশাপাশি স্যানিটাইজ করা হবে হাসপাতাল, সরকারি অফিস, বাজার এলাকাগুলো। শুধু কলকাতায় নয়, জেলাতেও স্যানিটাইজ করার কাজ করবেন দমকল কর্মীরা। 

West Bengal Corona LIVE: পাণ্ডবেশ্বর উপ স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন-হয়রানি

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর উপ স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন-হয়রানি। প্রথম ডোজ নেই, দ্বিতীয় ডোজও অমিল বলে অভিযোগ। ভ্যাকসিন না পেয়ে ফিরে যান অনেকেই। জোগান না থাকায় সমস্যা, স্বীকার করলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক।

WB Corona LIVE: বারাসাত সদর হাসপাতালে আজও ভ্যাকসিন লাইনে বিশৃঙ্খলা

বারাসাত সদর হাসপাতালে আজও ভ্যাকসিন লাইনে বিশৃঙ্খলা। ভোর থেকে যাঁরা লাইনে দাঁড়িয়েছেন তাঁদের অভিযোগ, ঘুরপথে কিছু লোক লাইনে ঢুকে পড়ে বিশৃঙ্খলা তৈরি করছে। পুলিশের সামনেই দু’ পক্ষের বচসা বাধে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। 

West Bengal Corona LIVE: শ্বাসকষ্টে মৃত্যু হয় বাবার, ছেলে করোনা আক্রান্ত হওয়ায় ১৩ ঘণ্টা পড়ে রইল দেহ

করোনা-কালে জলপাইগুড়িতে অমানবিকতার ছবি। শ্বাসকষ্টে মৃত্যু হয় বাবার। ছেলে করোনা আক্রান্ত হওয়ায় ১৩ ঘণ্টা পরে উঠল বাবার দেহ। সংক্রমণের আশঙ্কায় মুখ ফিরিয়েছেন প্রতিবেশীরা। ধূপগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, দিনসাতেক ধরে করোনা আক্রান্ত ছেলে। গতকাল তাঁর বাবা ৭০ বছরের পঞ্চানন ঘোষের মৃত্যু হয়। ১২ ঘণ্টা ধরে বাড়ির বাইরে রাখা আছে দেহ। খবর পেয়ে আজ সকালে ওই এলাকায় যান তৃণমূলেরর ধূপগুড়ি শহর সভাপতি দেবদুলাল ঘোষ ও ডিওয়াইএফআই নেতা নির্মাল্য ভট্টাচার্য। পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং কোভিড প্রোটোকল মেনে দেহ সত্কার করা হবে

West Bengal Corona LIVE:করোনায় মৃত্যু ছেলের, বাড়িতে দেহ আগলে আক্রান্ত পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধা!

করোনা আবহে মর্মান্তিক ঘটনা। করোনায় মৃত্যু হয়েছে ছেলের। দেহ আগলে ঘরবন্দি অবস্থায় পড়ে করোনা আক্রান্ত পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধা। ঠাকুরপুকুরের চন্দ্রপল্লি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, দিনকয়েক আগে মা-ছেলে দু’ জনেই করোনা আক্রান্ত হন। সোমবার থেকে সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। গতকাল খবর পেয়ে ঠাকুরপুকুর থানার পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে। দেখা যায়, করোনায় মৃত ছেলে কমল দে-র দেহ আগলে ঘরেই পড়ে রয়েছেন পক্ষাঘাতগ্রস্ত মা। করোনা আক্রান্ত হওয়ায় মাকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

WB Corona LIVE: পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজে ও রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বসছে অক্সিজেন প্ল্যান্ট

প্রান্তিক জেলায় অক্সিজেনের সঙ্কট মেটাতে উদ্যোগ। পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের দু’টি ক্যাম্পাস ও রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বসছে অক্সিজেন প্ল্যান্ট। গতকাল করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের এক চিকিৎসক।

West Bengal Corona LIVE: করোনা-বেডের সঙ্কট মেটাতে এবার উত্তর দমদম পুরসভায় চালু সেফ হোম

করোনা-বেডের সঙ্কট মেটাতে এবার উত্তর দমদম পুরসভায় চালু হল সেফ হোম। বিরাটির মৃণালিনী কলেজের পাশে এই সেফ হোমে ১০০টা বেড রয়েছে। ইতিমধ্যেই অর্ধেক বেড ভর্তি হয়ে গিয়েছে। উত্তর দমদম পুরসভার তরফে জানানো হয়েছে, যারা হাসপাতালে ভর্তি হতে পারছেন না, অথচ শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, সেই সমস্ত করোনা রোগীদের এই সেফ হোমে রাখা হবে।২৪ ঘণ্টাই মিলবে অক্সিজেন ও চিকিত্সক-নার্সদের পরিষেবা। 
এছাড়াও, টিটাগড় পুরসভার মাতৃসদনে ৩০ বেডের একটি সেফ হোম চালু হয়েছে।গতকাল এর উদ্বোধন করেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। 

WB Corona LIVE: অক্সিজেনের সরঞ্জাম সঠিক ব্যবহারের জন্য নজরদারি কমিটি গঠন রাজ্যের

বিদ্যাসাগর হাসপাতালে অক্সিজেনের অভাবে ৩ রোগীর মৃত্যুর অভিযোগ  সামনে আসার পর কড়া রাজ্য সরকার। অক্সিজেনের সরঞ্জাম সঠিক ব্যবহারের জন্য নজরদারি কমিটি গঠন। ৫ সদস্যের কমিটি সমস্ত সরঞ্জামের সরবরাহ-ব্যবহার খতিয়ে দেখবে।

West Bengal Corona LIVE: কাল থেকে ১০ দিনের জন্য বন্ধ খড়গপুর আইআইটি

ফের করোনার দাপট। এই পরিস্থিতিতে কাল থেকে ১০ দিনের জন্য বন্ধ খড়গপুর আইআইটি। তবে জরুরি পরিষেবায় ছাড় মিলবে। আইআইটি ক্যাম্পাসে সকাল ৭ থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান। বিকেল ৫টা থেকে ২ ঘণ্টা খোলা থাকবে দোকানপাট। ২৩ শে মে পর্যন্ত বন্ধ থাকবে ক্যাম্পাস, জানিয়েছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। 

WB Corona LIVE: মালদার দুটি বড়হাট বন্ধের সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন

করোনা আবহে, মালদার দুটি বড়হাট বন্ধের সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। ১লায় জুন পর্যন্ত বন্ধ থাকবে মানিকচকের মথুরাপুর হাট এবং হরিশ্চন্দ্রপুরের কুশিদা হাট।

West Bengal Corona LIVE: রেমডেসিভির কালোবাজারির অভিযোগে গ্রেফতার ৩

রেমডেসিভির কালোবাজারির অভিযোগে গ্রেফতার ৩।২,৭০০ টাকা ভায়ালের জন্য ২৫ হাজার টাকা চাওয়ার অভিযোগ।একবালপুর এলাকা থেকে গ্রেফতার ২। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর হেস্টিংস এলাকা থেকে ধৃত আরও ১। ধৃতদের কাছ থেকে সব মিলিয়ে ১৩২ ভায়াল রেমডেসিভির উদ্ধার।

প্রেক্ষাপট

কলকাতা: গণ বিপর্যয়ের মুখে দেশ। এই উল্লেখ করে বুধবার প্রধানমন্ত্রীকে একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়ে, চিঠি লিখলেন সনিয়া গান্ধী-মমতা বন্দ্যোপাধ্যায়রা।একইদিনে সুপ্রিম কোর্ট বলল, সিনিয়র সিটিজেনদের কেন বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দিচ্ছে না কেন্দ্র?ভ্যাকসিনের জোগান দ্রুত বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী।সব মিলিয়ে ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে দেশজোড়া উদ্বেগ!


তুঙ্গে ভ্যাকসিনের চাহিদা...ভ্যাকসিনের যোগান না থাকায় মহারাষ্ট্রে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশন বন্ধ...এ রাজ্যে বারাসতে ভ্যাকসিনের লাইনে হাতাহাতি!


আর এসবের মধ্যেই গোটা দেশের মতো রাজ্যেও ভয়ঙ্কর করোনা।এতদিন যা হয়নি!! বুধবার হল তাই!


দৈনিক সংক্রমণে কলকাতাকে আগেই টপকে গেছিল উত্তর ২৪ পরগনা। বুধবার এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রথমবার চার হাজার পার করল।গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৯ জন।


দৈনিক মৃত্যুতে শীর্ষে কলকাতা।গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে ৪৪ জনের। উত্তর ২৪ পরগনায় এই সংখ্যাটা ২৭।দৈনিক মৃত্যু ও সংক্রমণে এদিন নতুন রেকর্ড তৈরি হয়েছে।গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৩৫ জনের। এই নিয়ে লাগাতার আট দিন ধরে রোজ ১০০-র বেশি মৃত্যু হচ্ছে বাংলায়!সব মিলিয়ে ভয়ঙ্কর মৃত্যুমিছিল।এরইমধ্যে সংক্রমণের গ্রাফও ঊর্ধ্বমুখী।গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৭৭ জন।


বেড়ে চলা করোনার প্রকোপের মধ্যে এলাকা জীবাণুমুক্ত করতে ২০টি স্যানিটাইজেশন মেশিন কিনল কলকাতা পুরসভা। আগের যন্ত্রগুলো খারাপ হয়ে যাওয়ায় নতুন মেশিন কেনা হল। পুরসভা সূত্রে খবর, প্রতিটি মেশিনের দাম ২২ হাজার টাকা।এগুলো দিয়ে দোতলা ও তিনতলা বাড়ি জীবাণুমুক্ত করা যাবে।


পুরসভা সূত্রে আরও জানা গেছে, বিভিন্ন জায়গা থেকে আরও ৬০টি মেশিন পাওয়া যাবে। এছাড়া ১০০টি স্যানিটাইজেশন মেশিন কেনার বরাত দেওয়া হয়েছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.